ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শতভাগ জয়ে প্রস্তুতি শেষ ম্যানইউর

প্রকাশিত: ০৯:৪৫, ৫ আগস্ট ২০১৯

 শতভাগ জয়ে প্রস্তুতি শেষ ম্যানইউর

স্পোর্টস রিপোর্টার ॥ শতভাগ জয় দিয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ করলেও ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে শিরোপা জিততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার রাতে লন্ডনে নিজেদের শেষ ম্যাচে ইতালিয়ান ক্লাব এসি মিলানকে পেনাল্টি শূটআউটে ৫-৪ গোলে হারিয়েছে রেড ডেভিলসরা। নির্ধরিত সময়ের খেলা ২-২ গোলে ড্র ছিল। চ্যাম্পিয়ন হতে ম্যাচটিতে সরাসরি ৩-০ গোলে জয় প্রয়োজন ছিল ম্যানইউ’র। কিন্তু ড্র হওয়ায় সেটা হয়নি। তবে শতভাগ জয় দিয়ে মিশন শেষ করেছে ইংলিশ পরাশক্তিরা। এর আগে ইন্টার মিলান, টটেনহ্যাম হটস্পারকে হারিয়েছিল ওলে গানার সোলসজায়ের দল। ম্যানইউ প্রয়োজনীয় ব্যবধানে জিততে না পারায় ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে শিরোপা জিতে নিয়েছে পর্তুগীজ ক্লাব বেনফিকা। চোটের কারণে ম্যাচটি খেলতে পারেননি ফরাসী সুপারস্টার পল পোগবা। এরপরও আক্রমণে ধার কম ছিল না ইংলিশ জায়ান্টদের। ম্যাচের ১৪ মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে এগিয়ে যায় ম্যানইউ। ২৬ মিনিটে সুসোর গোলে সমতায় ফেরে মিলান। বিরতির পর ম্যানইউ ডিফেন্ডার লিন্ডেলফের আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মিলান। তবে ৭২ মিনিটে জেসে লিনগার্ডের গোলে ম্যানইউ সমতায় ফিরলেও খেলা নিষ্পত্তি হয় শূটআউটে। সেখানে ৫-৪ গোলে জয় পায় ম্যানইউ। ম্যাচ শেষে ওল্ডট্র্যাফোর্ডে পোগবার ভবিষ্যত নিয়ে কোন সন্দেহ নেই বলে জানিয়েছেন ম্যানইউ কোচ ওলে গানার সোলসজায়ের। নরওয়ের এই কোচ বলেন, এ বিষয়ে আমার কোন সন্দেহ নেই। আমি তাকে দলে পাওয়ার আশা করিনি। অনুশীলনের পর আমি তার সঙ্গে কথা বলেছি এবং সে সুস্থতা বোধ করছে না বলে জানিয়েছে। তবে আগামী সপ্তাহে অনুশীলনের শুরুতেই পোগবাকে দলে ফিরে পাব বলে আশা করছি। এটি ইনজুরি নয়। সে পিঠে সামান্য ব্যথা অনুভব করছে। তাই তাকে নিয়ে এই মুহূর্তে আমরা কোন ঝুঁকি নিতে চাই না। আগামী সপ্তাহে চেলসির বিপক্ষে ম্যাচের আগেই আশা করছি সে সুস্থ হয়ে যাবে। গত জুনে একটি মন্তব্যের কারণে ম্যানইউতে পোগবার ভবিষ্যত নিয়ে সন্দেহ দেখা দেয়। ওই সময় ফরাসী তারকা বলেছিলেন, অন্য কোথাও নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলে ভাল একটি সময় কাটানো যেত। তবে এখন পোগবার দলে থাকার বিষয়ে কোন সন্দেহ দেখছেন না ডেভিলস বস।
×