ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অধিনায়ক কোহলির সমর্থনে শোয়েব

প্রকাশিত: ০৯:৪৪, ৫ আগস্ট ২০১৯

 অধিনায়ক কোহলির সমর্থনে শোয়েব

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৫ বিশ্বকাপের পর ভারতকে ভালই নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। তার অধীনে দেশ-বিদেশে এসেছে অনেক সাফল্য। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর সহ-অধিনায়ক রোহিত শর্মা এবং সিনিয়রদের সঙ্গে কোহলির দ্বন্দ্ব নিয়ে খবর প্রকাশিত হয়। অনেকে কোহলিকে টেস্টে আর রোহিতকে ওয়ানডে ও টি২০তে অধিনায়ক করার কথা বলেন। তবে তাদের সঙ্গে একমত নন সাবেক পাকিস্তান তারকা শোয়েব আকতার। তার মতে কোহলিকে অধিনায়ক পদে বহাল রেখে প্রধান কোচ রবি শাস্ত্রীসহ কোচিং স্টাফে পরিবর্তনের পক্ষে তিনি, ‘কোহলিকে নেতৃত্ব থেকে সরানো উচিত হবে না। গত তিন-চার বছর অধিনায়ক হিসেবে ভাল করছে কোহলি। তবে এখন কোহলির দরকার একজন ভাল কোচ। যে কোহলির সঙ্গে মানিয়ে নিতে পারবে। সেই সঙ্গে দরকার খুব মানসম্মত নির্বাচক কমিটি। যাদের সঙ্গে কোহলির ভাল বোঝাপড়া হবে। কোচ এবং নির্বাচন কমিটি ভাল হলে কোহলির কাজ আরও সহজ হবে’ বলেন শোয়েব। ভারতের সাবেক অনেকেই মনে করছেন কোহলিকে টেস্টে, রোহিতকে রঙ্গীন পোশাকের নেতৃত্ব দেয়ার কথা। কারণ আইপিএলে ও কিছু আন্তর্জাতিক ম্যাচে রোহিতের অধিনায়কত্বের সুনাম রয়েছে। তবে সাবেকদের সঙ্গে একমত নন শোয়েব, ‘রোহিত ভাল অধিনায়ক, সেই ব্যাপারে আমার কোন সন্দেহ নেই। আইপিএল ও কিছু আন্তর্জাতিক ম্যাচে অধিনায়ক হিসেবে নাম করেছে সে। তবে আমার মতে, কোহলিকে ভারতের অধিনায়ক হিসেবে রেখে দেয়াই সঠিক হবে। কোহলিকে নেতৃত্ব থেকে সরানো উচিত হবে না ভারতের। ভবিষ্যতে ভারতকে আরও সাফল্য এনে দিতে পারবে সে।’ উল্লেখ্য, কোহলির নেতৃত্বে তিন ফরমেটেই সাফল্য পেয়েছে ভারত। তার অধীনেই দলটি উঠে আসে টেস্টে-ওয়ানডে র‌্যাঙ্কিং-এর এক নম্বরে। কোহলির নেতৃত্বে ভারত এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে। মনে হয় না ম্যানেজমেন্ট অধিনায়ক পদে পরিবর্তন আনবে।
×