ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফাইনালে বাংলাদেশ যুবাদের প্রতিপক্ষ ভারত

প্রকাশিত: ০৯:৪৪, ৫ আগস্ট ২০১৯

 ফাইনালে বাংলাদেশ যুবাদের প্রতিপক্ষ ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় অনুর্ধ-১৯ ওয়ানডে সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হিসেবে ভারত অনুর্ধ-১৯ ক্রিকেট দল নিশ্চিত হয়েছে। গ্রুপপর্বে এখনও তিন দলের দুটি করে ম্যাচ বাকি। তবে নিজেদের ষষ্ঠ ম্যাচে ভারত ও স্বাগতিক ইংল্যান্ড অনুর্ধ-১৯ দলের ম্যাচের ফলাফলের পর ফাইনালের দুটি দল নির্ধারিত হয়ে গেছে। শনিবার সেই ম্যাচে ইংলিশ যুবাদের ১ উইকেটে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে ভারতীয় যুবারা ফাইনালে ওঠে। বাকি দুই ম্যাচে ইংলিশরা জিতলেও তাদের পয়েন্ট হবে ৬। কারণ ৬ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ২। বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দলের পয়েন্ট ৬ ম্যাচে ৯। বাংলাদেশের যুবারা আগের ম্যাচে ইংল্যান্ড অনুর্ধ-১৯ দলকে ৭২ রানে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে। শনিবার ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকার জন্য ভারতের বিপক্ষে জিততেই হতো ইংলিশ যুবাদের। কিন্তু স্বাগতিকরা চেমসফোর্ডে হওয়া ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বিপর্যস্ত হয়। ৪৯.৫ ওভারে মাত্র ২০৪ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ছয় নম্বরে নেমে জর্জ হিল ৬২ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন। ভারতের পক্ষে ডানহাতি পেসার পূর্ণাঙ্ক ত্যাগী মাত্র ৩৩ রানে ৫ উইকেট নেন। এছাড়া বাঁহাতি পেসার সুশান্ত মিশ্র ৩৮ রানে নেন ৩ উইকেট। জবাব দিতে নেমে ওপেনার যশস্বী জয়স্বালের ৮২ বলে ১০ চার, ২ ছক্কায় করা ৭৮ রানে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল ভারত। তবে অফস্পিনার হামিদুল্লাহ কাদরির দুর্দান্ত বোলিংয়ে দলীয় ১৮৬ রানেই ভারতের ৯ উইকেট তুলে নিয়ে জয়ের স্বপ্ন দেখে ইংলিশরা। কিন্তু সুশান্ত মিশ্র ১২ বলে ১ চার, ২ ছক্কায় অপরাজিত ১৮ রান করে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় এনে দেন ভারতকে। ৩৬.৩ ওভারে ৯ উইকেটে ২০৫ রান তোলে তারা। হামিদুল্লাহ ৬১ রানে ৫ উইকেট শিকার করেন। এ জয়ের ফলে ১১ আগস্ট ব্রাইটনে অনুষ্ঠিতব্য ফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত। তবে এখনও সব দলের ২টি করে ম্যাচ বাকি। বুধবার বেকেনহ্যামে ফাইনালের ড্রেস রিহার্সালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। পরস্পরের মধ্যে হওয়া গ্রুপপর্বের আগের তিন ম্যাচে ১টি করে জিতেছে উভয় দল। অপর ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
×