ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এজবাস্টন টেস্ট

অবিশ্বাস্য স্মিথে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ

প্রকাশিত: ০৯:৪৪, ৫ আগস্ট ২০১৯

 অবিশ্বাস্য স্মিথে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির অনেক উদাহরণ রয়েছে তবু স্মিথের এই কীর্তি বিশেষ কিছু। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে দেশের হয়ে সাদা জার্সিতে মাঠে নেমেছেন ১৬ মাস পর। তাও আবার এ্যাশেজের মতো ঐতিহাসিক সিরিজে। কে বলবে স্মিথ নিষিদ্ধ ছিলেন? এজবাস্টনে প্রত্যাবর্তনে ১৪৪ রানের ইনিংসটা খেলেছিলেন যখন তার দল ১২২ রানে হারিয়ে বসেছিল ৮ উইকেট। ২৮৪ রানের ফাইটিং স্কোর এনে দেয়া সাবেক অধিনায়ক জ্বলে উঠলেন দ্বিতীয় ইনিংসেও। রবিবার চতুর্থদিন এ রিপোর্ট লেখার সময় ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৪৩। আউট হওয়া স্মিথের নামের পাশে ১৪২! মাঠে প্রতিকূল ইংলিশ দর্শকদের দুয়ো উপেক্ষা করে এভাবে ফেরা যায় সেটি না দেখলে অবিশ্বাস্য মনে হবে। ৩০ বছর বয়সী সাবেক অধিনায়কের এটি ২৫তম টেস্ট সেঞ্চুরি। এ্যাশেজের ইতিহাসে দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানো মাত্র পঞ্চম ব্যাটসম্যান স্মিথ। ঐতিহাসিক এ দ্বৈরথে তার মোট সেঞ্চুরি ১০টি, সামনে কেবল স্যার ডন ব্র্যাডম্যান (১৯) আর জ্যাক হবস (১২)। এর মধ্য দিয়ে ক্যারিয়ারে দ্রুত ২৫ সেঞ্চুরির পথে বিরাট কোহলিকে পেছনে ফেলেছেন সুপার স্মিথ, সামনে কেবল ব্র্যাডম্যান। সব মিলিয়ে ৬ উইকেট হাতে রেখে আড়াই শ’র ওপরে লিড সফরকারী অস্ট্রেলিয়াকে নিয়ে গেছে চ্যালেঞ্জিং অবস্থানে। প্রথম ইনিংসে ২১৯ বলে ১৪৪ রান করেছিলেন স্মিথ। আর দ্বিতীয় ইনিংসে চতুর্থদিনে লাঞ্চের ঠিক পরেই ১৪৭ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন তিনি। দীর্ঘ ১৭ বছর পর আবার কোন অসি ব্যাটসম্যান এ্যাশেজ টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন। ২০০২ সালে শেষবার এমনটা করে দেখিয়েছিলেন ম্যাথু হেইডেন। ব্রিসবেনে দুই ইনিংসে যথাক্রমে ১৯৭ ও ১০৩ রান করেছিলেন সাবেক তারকা ব্যাটসম্যান। সব মিলিয়ে স্মিথ অস্ট্রেলিয়ার পঞ্চম ক্রিকেটার যিনি কোন এ্যাশেজ টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন। স্মিথ ও হেইডেন ছাড়া এই কৃতিত্ব আছে ওয়ারেন বার্ডসলি, আর্থার মরিস ও স্টিভ ওয়াহর। এ্যাশেজের ইতিহাসের সবচেয়ে বেশি সেঞ্চুরি করার নিরিখে স্টিভ স্মিথ উঠে এলেন যুগ্মভাবে তৃতীয় স্থানে। তিনি ছুঁয়ে ফেললেন স্টিভ ওয়াহর ১০টি এ্যাশেজ সেঞ্চুরির রেকর্ড। স্মিথ টপকে গেলেন ওয়ালি হ্যামন্ড ও ডেভিড গাওয়ারকে। হ্যামন্ড ও গাওয়ার এ্যাশেজে ৯টি করে সেঞ্চুরি করেন। এ্যাশেজে স্মিথের চেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে মাত্র ২ জন ক্রিকেটারের। স্যার ডন ব্র্যাডম্যান এ্যাশেজে ১৯টি সেঞ্চুরি করেছেন। জ্যাক হবসের ১২টি। মোট ৪৩টি ইনিংসে স্মিথ এ্যাশেজে ১০টি সেঞ্চুরি করেন। ১০টির মধ্যে ৬টি শতরান এসেছে শেষ ৭টি এ্যাশেজ টেস্টে। ১১৯টি টেস্ট ইনিংসে স্মিথ ২৫ নম্বর শতরান করলেন। তার থেকে কম ইনিংসে ২৫টি টেস্ট সেঞ্চুরি করেছেন কেবল স্যার ডন ব্র্যাডম্যান। এই তালিকায় ভারত অধিনায়ক কোহলিকে টপকে গেলেন স্মিথ। টেস্ট ক্যারিয়ারে ২৫টি সেঞ্চুরি করে স্টিভ স্মিথ ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি ও ইনজামাম-উল-হককে। একযোগে টপকে গেলেন গ্রেগ চ্যাপেল, ভিভ রিচার্ডস ও মেহম্মদ ইউসুফের ২৪টি সেঞ্চুরির রেকর্ড। এই মুহূর্তে স্যার গ্যারি সোবার্সের ২৬টি টেস্ট সেঞ্চুরির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন স্মিথ। স্মিথ আলো ছড়ালেও সুবিধা করতে পারেননি নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা অপর দুই ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার (২, ৮) এবং ক্যামেরন ব্যানক্রফট (৮,৭)। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়েছেন বেন স্টোকস।
×