ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের কোচ হওয়ার দৌড়ে মিকি আর্থার

প্রকাশিত: ০৯:৪১, ৫ আগস্ট ২০১৯

 ইংল্যান্ডের কোচ হওয়ার দৌড়ে মিকি আর্থার

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের বিশ্বকাপ মিশনের মধ্যপথেই কোচ ট্রেভর বেইলিস জানিয়ে দিয়েছিলেন চুক্তির মেয়াদ আর বাড়াবেন না। কিন্তু ঐতিহাসিক শিরোপ জয়ের পরও যে নিজের মতে অটল থাকবেন, সেটি হয়তো অনেকেই ভাবেননি। চলতি এ্যাশেজ শেষেই ইয়ন মরগান-জো রুটদের বিদায় বলবেন ৫৬ বছর বয়সী অস্ট্রেলিয়ান। ইংল্যান্ড তাই বাধ্য হয়েই কোচ খুঁজছে। বিশ্বকাপ জয়ী এই দলটির কোচ হিসেবে অনেকের নামই শোনা যাচ্ছে। অনানুষ্ঠানিকভাবে নাম এসেছে পাকিস্তান কোচ মিকি আর্থারেরও। ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ডিরেক্টর এ্যাশলে জাইলসও বললেন তেমন কথা। জানিয়েছেন অনানুষ্ঠানিকভাবে ইংল্যান্ডকে কোচিং করাতে আগ্রহ আছে দক্ষিণ আফ্রিকান আর্থারের। যার নিজ দেশ প্রোটিয়াদের ও অস্ট্রেলিয়ার মতো বড় দুটি দলেরও কোচিং করানোর অভিজ্ঞতা আছে আগে থেকেই। গত মাসেই এই আগ্রহ প্রকাশ করেন তিনি। আর্থারের নামটি খুব জোরালোভাবেই শোনা যাচ্ছে। কারণ ইংল্যান্ডে তার কৌশলগত সাফল্য। প্রোটিয়াদের হয়ে কোচ থাকাকালে টেস্ট সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা তার আরেকটি সাফল্য। আর্থার ছাড়া আরও কিছু নাম শোনা যাচ্ছে। এই তালিকায় রয়েছে প্রোটিয়া কোচ ওটিস গিবসন ও সাবেক ভারতীয় কোচ গ্যারি কারস্টেনের নামও। গিবসন অবশ্য আগেও ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইংল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করেন বলেই এই পদের জন্য খুব আগ্রহ প্রকাশ করেছিলেন। কারণ দক্ষিণ আফ্রিকার হয়ে তার মেয়াদ শেষ হবে কিছুদিন পরে। তবে ইংলিশ গণমাধ্যমের ধারণা পাকিস্তানের দায়িত্ব ছেড়ে বিশ্বচ্যাম্পিয়নদের ডাগআউটে নিজের নাম লেখাতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান আর্থার। কোচ হিসেবে ইংল্যান্ডের মাটিতে সাফল্যের মুখও দেখেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে ২০০৮ সালে জিতেছেন টেস্ট সিরিজ এবং পাকিস্তানের হয়ে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিলেন আর্থার। যে কারণে তার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে ইসিবিরও। এছাড়া অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার এ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সঙ্গেও কথা বলেছে ইসিবি। তবে ম্যাকডোনাল্ড জানিয়ে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে জাতীয় দলের দীর্ঘমেয়াদের দায়িত্ব নেয়া সম্ভব নয় তার পক্ষে। কারণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বছরের নির্দিষ্ট একটা সময়েই শুধু কাজ করতে হয়। বাকি সময় থাকা যায় পরিবারের সঙ্গে। বিদেশী কারও সঙ্গে মতানৈক্যে পৌঁছতে না পারলে দেশের মধ্য থেকেই কোচ নিয়োগ দেবে ইসিবি। সে তালিকায় ওপরের দিকেই রয়েছে ক্রিস সিলভারউড, পল কলিংউড এবং গ্রাহাম থর্পের নাম। এছাড়াও এ্যাশেজের পর আগামী নবেম্বরে নিউজিল্যান্ড সফরের জন্য অন্তর্র্বর্তীকালীন কোচের পরিকল্পনাও রয়েছে ইসিবির।
×