ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুপ্রীমকোর্টের ১৪ দিনের অবকাশ শুরু

প্রকাশিত: ০৯:৩৭, ৫ আগস্ট ২০১৯

  সুপ্রীমকোর্টের ১৪ দিনের অবকাশ শুরু

স্টাফ রিপোর্টার ॥ রবিবার থেকে সুপ্রীমকোর্টের ১৪ দিনের অবকাশ শুরু হয়েছে। সাপ্তাহিক ছুটি, ঈদ-উল-আজহাসহ সরকার ঘোষিত অন্যান্য ছুটির কারণে ১৭ আগস্ট পর্যন্ত সুপ্রীমকোর্টের উভয় বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। অবকাশ থেকে ১৮ আগস্ট রবিবার পুনরায় সুপ্রীমকোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে। অবকাশকালীন ছুটিতে জরুরী বিষয়ের শুনানি ও নিষ্পত্তির জন্য আপীল বিভাগের চেম্বার জজ আদালত ও হাইকোর্টের ৮টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ সময় জরুরী বিষয় নিষ্পত্তির জন্য আপীল বিভাগের বিচারপতি মোঃ নুরুজ্জামান চেম্বার জজ হিসেবে বিচার কাজ পরিচালনা করবেন। গত ৩১ জুলাই আপীল বিভাগের রেজিস্ট্রার মোঃ বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে বুধবার হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) মোঃ আব্দুছ সালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জরুরী বিষয়ের শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগের ৮টি বেঞ্চ গঠন করা হয়েছে বলে জানানো হয়।
×