ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টিফিনের টাকায় দুই হাজার গাছের চারা বিতরণ

প্রকাশিত: ০৯:৩৭, ৫ আগস্ট ২০১৯

 টিফিনের টাকায় দুই হাজার গাছের চারা  বিতরণ

মাসব্যাপী একলাখ গাছের চারা বিতরণ কর্মসূচীর ১১তম দিন শনিবার কুমিল্লার দেবিদ্বারে শিক্ষার্থীদের মধ্যে দুই হাজার গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে উপজেলার ছোটনা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘লাল-সবুজের প্রচেষ্টা, সবুজ করব দেশটা’ স্লোগানে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে দুই হাজার গাছের চারা বিতরণ করা হয়। গত ২৩ জুলাই কুমিল্লা বিবিরবাজার উচ্চ বিদ্যালয় থেকে এ কার্যক্রম শুরু হয়। লাল-সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় ছোটনা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খালিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও রোদসী সম্পাদক সাবিনা ইয়াসমীন। এ সময় বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, মাতৃভূমি মডেল স্কুল এ্যান্ড কলেজ রায়পুর শাখার অধ্যক্ষ মোঃ ওমর ফারুক, সংগঠনটির দেবিদ্বার শাখার সভাপতি ইমরান আরেফিন ইমু ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমুখ। -বিজ্ঞপ্তি
×