ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এমআইএসটিতে সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার

প্রকাশিত: ০৯:৩৬, ৫ আগস্ট ২০১৯

 এমআইএসটিতে  সাইবার সিকিউরিটি  বিষয়ক সেমিনার

সশস্ত্রবাহিনী বিভাগ ও এমআইএসটির যৌথ ব্যবস্থাপনায় ‘গ্রোইং সাইবার থ্রেটস এরাউন্ড দ্য ওয়ার্ল্ড এ্যান্ড প্রিপিয়ারনেস ফর বাংলাদেশ’ বিষয়ক সেমিনার রবিবার এমআইএসটির জেনারেল মোস্তাফিজ মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সেমিনারে প্রধান অতিথি এবং সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমানে চলমান বৈশি^ক সাইবার ঝুঁকি মোকাবেলায় সরকারী-বেসরকারী সেক্টরে একসঙ্গে কাজ করার গুরুত্ব জোরালোভাবে উপস্থাপন করেন। তিনি সাইবার নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত আলোচনা শুধু সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান পর্যায়ে সীমাবদ্ধ না রেখে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায় পর্যন্ত বিস্তারে উৎসাহ প্রদান করেন। উল্লেখ্য, সাইবার নিরাপত্তা বিষয়ে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতনতা এবং জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সরকারী, সামরিক/অসামরিক ও আন্তঃবাহিনী সংস্থাসমূহের কর্মকর্তাদের অংশগ্রহণে সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিটিআরসি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সেনা, নৌ এবং বিমানবাহিনীসহ বিভিন্ন আন্তঃবাহিনী সংস্থাসমূহের উল্লেখযোগ্য সংখ্যক পদস্থ সামরিক/অসামরিক কর্মকর্তাগণ এবং এমআইএসটিসহ অন্য কলেজের উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র/ছাত্রী ও ফ্যাকাল্টি মেম্বার অংশগ্রহণ করেন। -আইএসপিআর
×