ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধান আসামিসহ গ্রেফতার ৩

চুরির ঘটনা ফাঁস করে দেয়ায় পিকআপ চালককে গলা কেটে হত্যা

প্রকাশিত: ০৯:৩৪, ৫ আগস্ট ২০১৯

 চুরির ঘটনা ফাঁস করে দেয়ায় পিকআপ চালককে গলা কেটে হত্যা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পিকআপ ভাড়ার পাওনা তিন শ’ টাকা না দেয়ায় সাইড কন্ট্রাক্টর ও তার সহযোগীদের চুরির খবর ঠিকাদারকে জানিয়ে দেয়ায় পিকআপ চালক মোঃ উজ্জল হোসেনকে (২১) গলা কেটে হত্যা করে লাশ বালু চাপা দিয়ে রাখা হয়। গত ২ আগস্ট নগরীর কাশিপুরে নির্মাণাধীন ট্রাকস্ট্যান্ড এলাকার কাশবনের ভেতরে বালুচাপা অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে এয়ারপোর্ট থানা পুলিশ। লাশ উদ্ধারের পরপরই পুলিশ অভিযানে নেমে ৪৮ ঘণ্টার মধ্যে উজ্জল হত্যাকা-ে জড়িত প্রধান অভিযুক্তসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে গ্রেফতারকৃতদের উপস্থিতিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দফতরের পঞ্চম তলার সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পুলিশ কমিশনার মোঃ শাহাব উদ্দীন খান। গ্রেফতারকৃতরা হলো-নির্মাণাধীন ট্রাকস্ট্যান্ডের সাবকন্ট্রাক্টর ও উজ্জল হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ফুলঝুড়ি গ্রামের জালাল হাওলাদারের পুত্র সোহাগ। তার দুই সহযোগী মিনি ট্রাকের হেলপার ও বরিশালের মেহেন্দিগঞ্জের কাজীরহাটের আনোয়ার হোসেনের পুত্র রমজান এবং নির্মাণ শ্রমিক মাদারীপুরের কালকিনির ইদ্রিস ফকিরের পুত্র রবিউল। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে পুলিশ কমিশনার বলেন-গ্রেফতারকৃতরা নির্মাণাধীন ট্রাকস্ট্যান্ডের কাজের সাইড থেকে বিভিন্ন সময় রড, সিমেন্ট, খোয়াসহ মালামাল চুরি করে উজ্জলের পিকআপ ব্যবহার করে বাইরে নিয়ে বিক্রি করত। সর্বশেষ সোহাগের কাছে ট্রাক ভাড়া বাবদ উজ্জল তিন শ’ টাকা পেত। ওই টাকা না দেয়ায় উজ্জল তাদের চুরির বিষয়টি মূল ঠিকাদার স্বপনকে জানিয়ে দেয়।
×