ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু প্রতিরোধে আইডিইবির মাসব্যাপী কর্মসূচী

প্রকাশিত: ০৯:১১, ৫ আগস্ট ২০১৯

 ডেঙ্গু প্রতিরোধে আইডিইবির মাসব্যাপী  কর্মসূচী

অর্থনৈতিক রিপোর্টার ॥ এডিস মশার বিস্তার ও ডেঙ্গু প্রতিরোধে ডিপ্লোমা প্রকৌশলীগণ দেশব্যাপী জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনার কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ৩ আগস্ট ’১৯ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরী সভায় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আগামী ৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী এ কর্মসূচী নেয়া হয়। কর্মসূচী অনুযায়ী ঢাকায় কাকরাইলস্থ আইডিইবি ভবন সংলগ্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সকল সরকারী আধাসরকারী সংস্থায় কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠনসমূহ স্ব স্ব ব্যানারে নিজ দফতর সংলগ্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এছাড়া মহানগরীতে জনসচেতনতামূলক কর্মসূচীর অংশ হিসেবে আইডিইবি’র উদ্যোগে ‘নিজ নিজ বাড়ি ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি ডেঙ্গুর বিস্তার রোধ করি’, ‘এডিস মশার বিস্তার রোধে ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, বোতল সরিয়ে ফেলি এবং ফুলের টবে যেন পানি না জমে সে ব্যবস্থা করি’, ‘কোন প্রকার গুজবে কর্ণপাত না করে সমন্বিতভাবে ডেঙ্গু প্রতিরোধ করি’ ইত্যাদি প্রতিপাদ্য সম্বলিত ব্যানার প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হবে। একইভাবে দেশের প্রতিটি জেলা ও উপজেলা কমিটির উদ্যোগে সমন্বিত কমিটি গঠনের মাধ্যমে অনুরূপ কর্মসূচী জেলা ও উপজেলা পর্যায়ে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। আইডিইবি ঘোষিত কর্মসূচী সর্বাত্মক সফল করার জন্য ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম আব্দুল মোতালেব ও সাধারণ সম্পাদক শামসুর রহমান সর্বস্তরের ডিপ্লোমা প্রকৌশলী ও নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
×