ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঈদে শেয়ারবাজার বন্ধ ৯ দিন

প্রকাশিত: ০৯:০৭, ৫ আগস্ট ২০১৯

 ঈদে শেয়ারবাজার বন্ধ ৯ দিন

রোজার ঈদের ন্যায় আসন্ন ঈদ-উল-আজহায়ও শেয়ারবাজার ৯ দিন বন্ধ থাকবে।আগামী ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। গত ৩১ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আসন্ন ঈদ উপলক্ষে ১১ থেকে ১৩ আগস্ট সরকারী ছুটি। এর আগে ৯ ও ১০ আগস্ট শুক্রবার ও শনিবার হওয়ায় সাধারণ সরকারী ছুটি। এরপরে ১৫ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় শোক দিবসের ছুটি এবং পরের ২দিন শুক্রবার ও শনিবার সাধারণ ছুটি। এরমধ্যে শুধুমাত্র ১৪ আগস্ট সরকারী ছুটি নেই। তবে ডিএসইর পর্ষদ ১৪ আগস্ট শেয়ারবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে টানা ৯ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার। -অর্থনৈতিক রিপোর্টার
×