ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লেনদেন শুরু আজ

কপারটেক ইন্ডাস্ট্রিজের ইপিএস কমেছে ৪৬ শতাংশ

প্রকাশিত: ০৯:০৭, ৫ আগস্ট ২০১৯

কপারটেক ইন্ডাস্ট্রিজের ইপিএস কমেছে ৪৬ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ লেনদেনের অপেক্ষায় থাকা কপারটেক ইন্ডাস্ট্রিজের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ’১৮-মার্চ ’১৯) ব্যবসায় নিট মুনাফা বেড়েছে ৭ শতাংশ। তবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৪৬ শতাংশ। কোম্পানির পরিশোধিত মূলধন বা শেয়ারের তুলনায় মুনাফা কম বৃদ্ধি পাওয়ায় ইপিএসে এই ধস নেমেছে। আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানির মুনাফায় এই চিত্র দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে মুনাফা হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকা বা ইপিএস ০.৮৭ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ৩ কোটি ২৪ লাখ ৭০ হাজার টাকা বা ইপিএস ১.৬২ টাকা। এ হিসাবে মুনাফা ৭ শতাংশ বেড়েছে এবং ইপিএস কমেছে ৪৬ শতাংশ। এদিকে ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ’১৯) কপারটেকের মুনাফা হয়েছে ১ কোটি ১৭ লাখ ৪০ হাজার টাকা বা ইপিএস ০.২৯ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একইসময়ে হয়েছিল ৮১ লাখ ১০ হাজার টাকা বা ইপিএস ০.৪১ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ৪৫ শতাংশ এবং ইপিএস কমেছে ২৯ শতাংশ। উল্লেখ্য, কপারটেক ইন্ডাস্ট্রিজের চলতি বছরের ৩১ মার্চ শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৮৭ টাকা। তবে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ইস্যুকৃত ২ কোটি শেয়ার বিবেচনায় কমে দাঁড়ায় ১১.৯১ টাকায়। এদিকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হওয়া কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন সোমবার (৫ আগস্ট) থেকে দেশের শেয়ারবাজারে শুরু হবে। জানা গেছে, গত ৯ জুন কোম্পানিটির বরাদ্দ পাওয়া শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে জমা প্রেরণ করা হয়েছে। এর আগে ৩১ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। গত ২৬ ডিসেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৭০তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। কপারটেক ইন্ডাস্ট্রিজ শেয়ারবাজার থেকে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলন করে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নেয়া হয়েছে ১০ টাকা। কোম্পানিটি প্লান্ট ও যন্ত্রপাতি ক্রয় ও স্থাপন, ভবন ও সিভিল ওয়ার্ক খাত, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয়ের জন্য শেয়ারবাজার থেকে এ পরিমাণ অর্থ উত্তোলন করে।
×