ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জুলাইয়ে বিদেশীদের লেনদেন বেড়েছে ৩০ শতাংশ

প্রকাশিত: ০৯:০৬, ৫ আগস্ট ২০১৯

 জুলাইয়ে বিদেশীদের লেনদেন বেড়েছে ৩০ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জুলাই মাসে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন ৩০ শতাংশ বেড়েছে। আগের মাসের তুলনায় এই লেনদেন বেড়েছে। তবে জুলাই মাসে ক্রয়ের চেয়ে বিক্রি বেশি হয়েছে ৫৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, জুলাই মাসে বিদেশী বিনিয়োগকারীরা ৭৮৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট ক্রয়-বিক্রয় করেছেন। যার পরিমাণ আগের মাসে ছিল ৬০০ কোটি ৪১ লাখ টাকা। অর্থাৎ মাসের ব্যবধানে ডিএসইতে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন ১৮২ কোটি ৯৯ লাখ টাকা বা ৩০.৪৮ শতাংশ বেড়েছে। এদিকে জুলাই মাসে বিদেশীরা ৩০৯ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট কিনেছেন। এর বিপরীতে বিক্রি করেছেন ৪৭৪ কোটি ৩ লাখ টাকার। এ হিসাবে ক্রয়ের চেয়ে ১৬৪ কোটি ৬৭ লাখ টাকার বা ৫৩.২৩ শতাংশ বেশি বিক্রি করা হয়েছে।
×