ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্লক মার্কেটে ৭ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ০৯:০৬, ৫ আগস্ট ২০১৯

 ব্লক মার্কেটে ৭ কোটি  টাকার লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রবিবার ব্লক মার্কেটে ৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৮৭ লাখ ৫৫ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের। কোম্পানিটির মোট ৩ কোটি ৩৭ লাখ ১২ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। ব্র্যাক ব্যাংক ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ২ কোটি ১৭ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির মোট ১ কোটি ৫৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। ব্লকে অন্য কোম্পানিগুলো লেনদেন করেছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ২৫ লাখ ৩০ হাজার, জেএমআই সিরিঞ্জেস এ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড ৫ লাখ ১৩ হাজার, রেনউইক যজ্ঞেশ্বর এ্যান্ড কোম্পানি লিমিটেড ৩০ লাখ ৮০ হাজার ও সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ ১৫ লাখ ২৬ হাজার।
×