ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভেঙ্গে পড়ল নবগঙ্গার ওপর নির্মাণাধীন সেতুর গার্ডার

প্রকাশিত: ০৮:৫২, ৫ আগস্ট ২০১৯

 ভেঙ্গে পড়ল নবগঙ্গার ওপর নির্মাণাধীন সেতুর গার্ডার

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৪ আগস্ট ॥ ভেঙ্গে পড়েছে নির্মাণাধীন ব্রিজের গার্ডার। রবিবার দুপুরে শহরের ধোপাঘাটা এলাকায় নবগঙ্গা নদীর ওপর সড়ক ও জনপথ বিভাগের অধীন প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজের দুটি বৃহৎ গার্ডার ভেঙ্গে পড়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে ২০ শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ব্রিজের মাঝখানের গার্ডার সরানোর কাজ চলছিল। সেসময় হঠাৎ বিকট শব্দ শুনে তারা সেখানে যায়। গিয়ে দেখেন ব্রিজের দক্ষিণ পাশের গার্ডার ভেঙ্গে নদীর মধ্যে পড়ে গেছে। জাইকার অর্থায়নে মনিকা লিমিটেড পিডব্লিউ ৩ প্যাকেজের আওতায় ব্রিজটি নির্মাণ করছে। এ ভাবে হঠাৎ করে নির্মাণাধীন ব্রিজের গার্ডার ভেঙ্গে যাওয়ার ব্যপারে সংশ্লিষ্ট কারো কোন বক্তব্য পাওয়া যায়নি। ঝিনাইদহ পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু জানান, ব্রিজ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে ভেঙ্গে পড়েছে। তিনি বলেন, সড়ক ও জনপথ বিভাগ এলাকায় যত কাজ করেছে প্রতিটি কাজে অনিয়ম, দুর্নীতি ও লুটপাট হয়েছে। তিনি তদন্তপূর্বক সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করাসহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছন। এদিকে ব্রিজের গার্ডার ভেঙ্গে যাওয়ার খবর শুনে ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ঘটনাস্থল পরিদর্শন করেছেন
×