ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে ধর্ষণ মামলায় ৫ তরুণের যাবজ্জীবন

প্রকাশিত: ০৮:৫২, ৫ আগস্ট ২০১৯

  ফরিদপুরে ধর্ষণ মামলায় ৫ তরুণের  যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৪ আগস্ট ॥ অপহরণ করে গণধর্ষণের দায়ে পাঁচ তরুণকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে একলাখ টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে তাদের প্রত্যেককে আরও তিন বছর করে বিনাশ্রম করাদন্ড ভোগ করতে হবে। রবিবার বেলা ১১টার দিকে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের হাকিম মোঃ আলমগীর কবীর আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলো, উজ্জ্বল খান (২৫), শুকুর আলী (২৬), মিরাজ শেখ (২৫), ইলিয়াস ব্যাপারী (২০) এবং শফি মোল্লা (২৫)। এরা সকলে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর গ্রামের বাসিন্দা। উল্লেখ্য, ২০১৬ সালের ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) চরভদ্রাসন উপজেলার স্কুল পড়ুয়া ১৪ ও ১৫ বছর বয়সী দুই কিশোরীকে আসামিরা অপহরণ করে পদ্মার চরের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গণধর্ষণ করে। ওই দৃশ্য মুঠোফোনে ভিডিও করা হয়। পরে কিশোরীর পরিবারের কাছে একলাখ টাকা চাঁদা দাবি করে ওই পাঁচ ধর্ষক। আসামিরা চাঁদার টাকা না পেয়ে গণধর্ষণের ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
×