ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কালকিনিতে শিশুপুত্র খুন ॥ পাষন্ড মা গ্রেফতার

প্রকাশিত: ০৮:৫০, ৫ আগস্ট ২০১৯

 কালকিনিতে শিশুপুত্র খুন ॥ পাষন্ড মা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৪ আগস্ট ॥ পারিবারিক দ্বন্দ্বের জের ধরে কালকিনিতে তারা মিয়া নামের দেড় বছরের শিশুপুত্রকে হত্যা করেছে পাষন্ড মা। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পাষন্ড মা মৌসুমী বেগমকে রবিবার ভোরে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা গেছে, উপজেলার বাঁশগাড়ির মধ্যেচর গ্রামের শিরাজ মোল্লার ছেলে মনির মোল্লার সঙ্গে পৌর এলাকার চরঠেঙ্গামাড়া গ্রামের গিয়াসউদ্দিন হাওলাদারের মেয়ে মৌসুমীর পাঁচ বছর আগে বিবাহ হয়। তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্মলাভ করে। কিন্তু বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে স্ত্রী মৌসুমী তার বাবার বাড়ি চলে যায়। পরে স্বামী মনির মোল্লা শনিবার বিকেলে তার স্ত্রী ও সন্তানকে বাড়িতে নেয়ার জন্য শ্বশুরবাড়ি যায়। এ সময় দুজনের মাঝে নতুন করে ঝগড়া সৃষ্টি হয়। এতে করে মনির মোল্লা স্ত্রী-সন্তানকে না নিতে পেরে অভিমান করে খালি হাতে বাড়ি চলে যায়। এ সুযোগে শনিবার সন্ধ্যায় পাষন্ড মৌসুমী বেগম তার শিশুপুত্র তারামিয়াকে শ্বাসরোধে হত্যা করে। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেন। দৌলতপুরে যুবক নিজস্ব সংবাদদাতা দৌলতপুর, কুষ্টিয়া থেকে জানান, দৌলতপুর সীমান্তে রবি (৩০) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়েছে। রবিবার সকাল ৭ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরপাড়া সীমান্ত থেকে পিঠে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করেছে বিজিবি। সে চিলমারী ইউনিয়নের হায়দারেরচর গ্রামের জানু ম-লের ছেলে। ইউপি চেয়ারম্যান সিরাজ মণন্ডল ও এলাকাবাসী জানায়, একদল চোরাকারবারি ভারত থেকে চোরাপথে ১৫৭ সীমান্ত পিলার সংলগ্ন চরপাড়া সীমান্ত দিয়ে গরু পাচার করার সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ৪৩ বিএসএফ কমান্ড্যান্ট অধীন বাউসমারী ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে রবি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হলে অপর চোরাকারবারিরা পালিয়ে আসে। তবে বিএসএফের গুলিতে রবি নিহত হওয়ার বিষয়টি বিজিবি অস্বীকার করেছে। ৪৭ বিজিবি ব্যাটালিয়নের মহিষকুন্ডি বিজিবি কোম্পানির অধিনায়ক সুবেদার জাহাঙ্গীর আলম জানান, নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের অভ্যন্তরীণ কোন্দলে প্রতিপক্ষের হামলায় রবি নিহত হয়েছেন। খুলনায় ব্যবসায়ী স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, ডুমুরিয়া উপজেলায় একটি মাছের ঘের থেকে সগির উদ্দিন হাওলাদার (৩৫) নামে এক ঘের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার ঘোনামাদারডাঙ্গার একটি বিলের মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সগির খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ গ্রামের হাবিব হাওলাদারের ছেলে। শনিবার রাতে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, ডুমুরিয়া থানার শেষ প্রান্তে আড়ংঘাটা থানার কোলঘেঁষে রংপুর ইউনিয়নের ঘোনামাদারডাঙ্গা গ্রামের বিলের জমি লিজ নিয়ে ঘের করে অনেকদিন যাবত মাছের চাষ করে আসছিলেন সগির হাওলাদার। শনিবার রাতে তিনি নিজ ঘেরের ঘরে ছিলেন। রবিবার সকালে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। জামালপুরে ছাত্র ও ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের কাসারুপাড়া ইঞ্জিনিয়ার নুরুল আমিন এতিমখানার আবাসিক ছাত্র মোঃ সাদকে (৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ওই এতিমখানার রান্নাঘরে এ ঘটনা ঘটে। নিহত ওই ছাত্র এতিমখানাটির হেফজ শাখার প্রথম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এতিমখানার হেফজ শাখার নবম শ্রেণীর ছাত্র মোঃ আবু রায়হানকে (১৫) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ গ্রামবাসী। জানা গেছে, নিহত শিশু সাদ জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের শৈলেরকান্দা গ্রামের মোঃ সুরুজ্জামানের ছেলে। আটক আবু রায়হান সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের জামিরা গ্রামের খলিলুর রহমানের ছেলে। তারা দু’জন কাসারুপাড়া ইঞ্জিনিয়ার নুরুল আমিন এতিমখানার আসাবিক ছাত্র। শনিবার সন্ধ্যা ৬টার দিকে ওই এতিমখানার রান্না ঘরে তাদের দু’জনের মধ্যে ঝগড়া বাধে। ঝগড়ার এক পর্যায়ে আবু রায়হান ধারালো দা দিয়ে সাদের মাথায় উপর্যুপরি কোপায়। এতে সাদ ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনার পর আবু রায়হান দৌড়ে পালানোর চেষ্টা করলে বিক্ষুব্ধ গ্রামবাসী তাকে হাতেনাতে আটক করে। পুলিশ আবু রায়হানকে আটক এবং নিহত শিশু সাদের লাশ উদ্ধার করে। এদিকে ইসলামপুর উপজেলায় হাসেন আলী (৫৫) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। নিখোঁজের তিনদিন পর দুই থানার পুলিশ রবিবার দুপুুরে ব্রহ্মপুত্র নদের পৃথক স্থান থেকে তার মাথাবিহীন লাশ ও খ-িত মাথাটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত হাসেন আলী ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের সভুকূড়া গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে। গত শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। জানা গেছে, রবিবার সকালে জেলার মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের কাঙালকুর্শা গ্রামে ব্রহ্মপুত্র নদে মাথাবিহীন ও বিবস্ত্র অবস্থায় অর্ধগলিত এক ব্যক্তির লাশ ভাসতে দেখে মেলান্দহ থানায় খবর দেয় স্থানীয় লোকজন। বেলা ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে গেলে নিহতের স্বজনরা তার লাশটি শনাক্ত করেন। নিহত ওই ব্যক্তি ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়নের সভুকূড়া গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে। তিনি গ্রামে ফেরি করে মাটির তৈরি তৈজসপত্র বিক্রি করতেন।
×