ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোরবানির গরু চুরি করছে রোহিঙ্গারা

প্রকাশিত: ০৮:৪৮, ৫ আগস্ট ২০১৯

 কোরবানির গরু  চুরি করছে  রোহিঙ্গারা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় এখন রাতের বেলায় শুধু চোর আর চোর। কোরবানি উপলক্ষে বিক্রির জন্য পালিত জন্তু চুরি করে নিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। উপায় না দেখে পাহারা দিতে স্থানীয়রা নির্ঘুম রাত কাটাচ্ছেন। বিশেষ করে যেসব গোয়ালঘরে পালিত কোরবানি পশু রয়েছে, রোহিঙ্গা চোরের দল হানা দিচ্ছে ওসব জায়গায়। তাই বাধ্য হয়ে স্থানীয় বৃদ্ধ-যুবক সবাই রাত জেগে পাহারা দিয়ে যাচ্ছে। জানা যায়, উখিয়া টেকনাফ ও ঘুমধুম এলাকায় মেঠো পথে ও বিভিন্ন রাস্তার মাথায় রাত জেগে পাহারা বসিয়ে চলছে পাড়ালিয়া যুবকরা। রোহিঙ্গা চোরেরদল গরু, মহিষ, ছাগল, মুরগি, কবুতর ও ব্যবহার্য জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে আশ্রয় ক্যাম্পে। দিনের বেলায় খোঁজ-খবর নিয়ে রাতে সশস্ত্র অবস্থায় দল বেধে এসে গোয়ালঘর থেকে কোরবানি গরু“নিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। স্থানীয়রা বলেন, সরকারী-বেসরকারীভাবে যথেষ্ট ত্রাণ পাচ্ছে রোহিঙ্গারা। নিয়মিত ত্রাণ ছাড়াও বিভিন্ন এনজিও এবং আরাকান বিদ্রোহী গ্রুপের জঙ্গীরা গোপনে নগদ টাকাও দিচ্ছে রোহিঙ্গাদের। তারপরও তারা চুরি-ডাকাতি ও অসামাজিক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এক বছর ধরে যেসব গৃহস্থলিতে যতœসহকারে কোরবানির গরু মোটা করেছে, সেসব গরু চুরি করে নিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। স্থানীয়রা আরও বলেন, শুধু গৃহপালিত জন্তু নয়, বাইরে শুকাতে দেয়া কাপড়চোপড়ও চুরি করে নিয়ে যাচ্ছে রোহিঙ্গা চোরের দল। রোহিঙ্গা চোরের দল গরু-মহিষ ও চোরাই পণ্য ক্যাম্পে নিয়েই ভাগবাটোয়রা করে ফেলছে।
×