ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে এজলাসের ভিডিও ধারণকালে শিক্ষার্থী আটক

প্রকাশিত: ০৮:৪৭, ৫ আগস্ট ২০১৯

 চট্টগ্রামে এজলাসের  ভিডিও ধারণকালে  শিক্ষার্থী আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে আদালত চলাকালে মোবাইল ফোনে এজলাসের ভেতরে ছবি ও ভিডিও ধারণের অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। সাইফুল ইসলাম (২১) নামের এ শিক্ষার্থী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। রবিবার আদালত ভবনের দ্বিতীয় তলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খায়রুল আমিনের আদালত থেকে তাকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, শিক্ষার্থী সাইফুল ইসলাম ঢাকা জেলার নবাবপুর থানার আমতলা গ্রামের রফিকুল ইসলামের পুত্র। আদালত চলাকালে ভেতরে ঢুকে সে কক্ষের দৃশ্য ও ম্যাজিস্ট্রেটের বক্তব্য তার মোবাইল ফোনে ধারণ করছিল। বিষয়টি পুলিশের নজরে এলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়। এরপর ম্যাজিস্ট্রেটের নির্দেশে সাইফুলকে আটক ও তার মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে আদালতের হাজতে নিয়ে যাওয়া হয়।
×