ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মোশাররফ বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ মুক্তিযোদ্ধা পরিবার

প্রকাশিত: ০৮:৪৬, ৫ আগস্ট ২০১৯

 মোশাররফ বাহিনীর  অত্যাচারে অতিষ্ঠ মুক্তিযোদ্ধা পরিবার

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৪ আগস্ট ॥ গুরুদাসপুর উপজেলার নওপাড়া গ্রামে স্থানীয় মোশাররফ বাহিনীর বিরুদ্ধে ঈদগাহ মাঠ ও মাদ্রাসার জমি দখল, মুক্তিযোদ্ধা পরিবারের পুকুরের মাছ লুট, গাছের ফল লুট, আবাদি জমি দখল আর গরু বিক্রির টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক মুক্তিযোদ্ধা পরিবার। রবিবার দুপুরে নাটোর ইউনাইটেড প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন স্থানীয় মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক। সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তারা সরকার ও প্রশাসনের পদক্ষেপ কামনা করেছেন। তবে অভিযুক্তরা নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করে অভিযোগকে ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক দাবি করেন, স্থানীয় মোবারক আলীর ছেলে মোশাররফ ও ওয়াকিল নিজেদের একটি বাহিনী সৃষ্টি করে দীর্ঘদিন থেকেই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। মোশাররফ একই এলাকার জব্বার আলীর মেয়েকে ধর্ষণের দায়ে জেল খেটে বের হয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে। ওই বাহিনী একই এলাকার মোহর আলীর বাড়ি ভাংচুর, লুটপাট, পুকুরের মাছ বিক্রি ও আবাদি জমি দখল করে। মোশাররফের ভাই ওয়াকিল জালিয়াতির মাধ্যমে হাইকোর্টের আদেশ তৈরি করে মোহর আলীর পুকুর ও সম্পত্তি দখলে নেয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মোহর আলীর মামলা এখন বিচারাধীন। মোশাররফ বাহিনীর থাবা থেকে রক্ষা পাননি তার পরিবারও দাবি করে তোজাম্মেল হক জানান, মোশাররফ বাহিনী তার বসতবাড়ি ও বাড়ি সংলগ্ন লিচু, সুপারি ও আম বাগান এবং পুকুর জবর দখল করে। তার (তোজাম্মেল) আপন ভাতিজা মুকুল গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে তারা তাকে আটকিয়ে টাকা কেড়ে নেয়। শুধু তাই নয়, তোজাম্মেলের আপন ভাই মোহাম্মদ আলীর ২ বিঘা সম্পত্তি তারা দখলে নিয়েছে। প্রেস কনফারেন্সে উপস্থিত নওপাড়া বগুড়াপাড়া ঈদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান জানান, মোশাররফ বাহিনী ঈদ গাহ মাঠের এক অংশ দখলে নিয়েছে। এতে আসন্ন ঈদের জামাতে নামাজ পড়া নিয়ে মুসল্লিরা রয়েছে বেকায়দায়। শুধু তাই নয়, এলাকার জনৈক হাকিম একটি মাদ্রাসা করার জন্য ৪ শতক জমি দান করলে সে জমিতেও মোশাররফ বাহিনী তাদের অনুসারী একজনকে বাড়ি করিয়ে দিয়েছে। তারা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় কোথাও বিচার পাচ্ছেন না দাবি করে অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে এই বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান। মোশাররফ হোসেন ও ওয়াকিল সমস্ত অভিযোগ অস্বীকার করে এসব তাদের বিরুদ্ধে সাজানো ষড়যন্ত্র উল্লেখ করে জানান, তোজাম্মেলের এক ছেলে মৌলভীবাজারের ওসি বিধায় তাদের অত্যাচারেই তারা অতিষ্ঠ। তোজাম্মেল মাস্টার বাহিনীর অত্যাচারেই তারা অতিষ্ঠ দাবি করে বলেন, সম্প্রতি তোজাম্মেল অনুসারীরা তানিয়া পারভিন তানজিলা নামে তার এক বোন ও অপর দুই ভাইকে মারপিট করেছে। তারা এখন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম জানান, উভয়পক্ষই দীর্ঘদিন থেকে জমিসংক্রান্ত বিষয়ে মামলা রয়েছে।
×