ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ ॥ আটক ৪

প্রকাশিত: ০৮:৪৪, ৫ আগস্ট ২০১৯

 সাতক্ষীরায় ছাত্রলীগ  নেতা গুলিবিদ্ধ ॥  আটক ৪

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমির হোসেন ফারাবি (১৯) সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এ সময় বুকে ইটের আঘাত পেয়ে আহত হয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। শনিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা েেপৗরসভার ঝুটিতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। রাতে জামায়াত শিবিরের সদস্যরা একটি মেসে নাশকতার জন্য মিটিং করছে এমন খবরের সত্যতা যাচাই করতে ছাত্রলীগ নেতারা সেখানে গেলে তাদের ওপর গুলি ও হামলার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এদিকে দুই ছাত্রলীগ নেতার ওপর গুলিবর্ষণ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করে ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখা। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাবেক সভাপতি কাজী আকতার হোসেন, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদীসহ বিভিন্ন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। হামলার অভিযোগে আটকরা হলো, সাতক্ষীরা সদর উপজেলার গাংনিয়া গ্রামের রশিদ ঢালীর ছেলে মোস্তাকিম বিল্লাহ, ঘোনা গ্রামের আরশাদ আলীর ছেলে ইমদাদুল হক মিলন, যশোর জেলার মনিরামপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মহিবুল্লাহ রুবেল ও খুলনা জেলার কয়রা এলাকার ইউনুছ আলীর ছেলে ইব্রাহিম।
×