ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুলিশের ভয়ে পুকুরে লাফ ॥ যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৮:৪৩, ৫ আগস্ট ২০১৯

পুলিশের ভয়ে পুকুরে লাফ ॥ যুবকের  মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর বড়বনগ্রাম চকপাড়া এলাকায় পুলিশের ভয়ে পুকুরে লাফ দিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম ইকবাল হোসেন (৩৮)। তিনি ওই এলাকার মৃত আবদুস সালামের পুত্র। নগরীর শাহমখদুম থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, শনিবার রাতে বড়বনগ্রাম চকপাড়া এলাকায় শাহমখদুম থানা পুলিশের একটি টহলদল জিয়া পার্ক এলাকায় টহল দিচ্ছিল। এ সময় পুলিশ দেখে ইকবাল হোসেন পাশের পুকুরে লাফ দেন। একপর্যায়ে পুকুরের পানিতে তিনি তলিয়ে যান। স্থানীয় জনগণ তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে ইকবাল হোসেনকে উদ্ধার করে। পরে তার লাশ শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়। স্থানীয়রা জানান, ইকবাল হোসেন নেশাগ্রস্ত যুবক। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি, ইকবাল আগে নেশা করলেও এখন নেশা করেন না। তিনি অসুস্থ ছিলেন। তার যক্ষ্মা রোগের চিকিৎসা চলছে। আর পুলিশ তাকে ধাওয়া করলে তিনি আতঙ্কে পুকুরের পানিতে লাফ দেন। এ সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়। ইকবাল হোসেন পেশায় একজন গাড়িচালক বলে জানায় তার পরিবার।
×