ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সঙ্গীতবিষয়ক অনুষ্ঠান ‘মধুগুঞ্জন’

প্রকাশিত: ০৮:৩৫, ৫ আগস্ট ২০১৯

 সঙ্গীতবিষয়ক অনুষ্ঠান ‘মধুগুঞ্জন’

সংস্কৃতি ডেস্ক ॥ গান ভালবাসেন না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর। কর্মব্যস্ত সময়ে এক টুকরো ফুরসতেও সুরের মূর্ছনা মানুষের হৃদয়ে শীতল পরশ বুলিয়ে দেয়। দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা বরাবরই ছোট বড় সব বয়সের দর্শকদের কথা মাথায় রেখে প্রচার করে থাকে নানা ধরনের অনুষ্ঠানমালা। এটিএন বাংলার অনুষ্ঠানমালায় সঙ্গীতপ্রেমী দর্শকদের জন্য নিয়মিতভাবে সম্প্রচার হচ্ছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ নিবেদিত সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান ‘মধুগুঞ্জন’। অনুষ্ঠানটি আজ সোমবার বিকাল ৪-৩০ মিনিটে প্রচার হবে এটিএন বাংলায়। দেশের বরেণ্য এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের জীবনের গল্প নিয়ে নির্মিত সঙ্গীতবিষয়ক এই অনুষ্ঠানটি গ্রন্থনা ও পরিচালনা করেছেন কাজলী আহমেদ। পর্যায়ক্রমে জনপ্রিয় কণ্ঠশিল্পীরাই অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানের আজকের পর্বের অতিথি কণ্ঠশিল্পী খুরশিদ আলম। সঞ্চালকের সঙ্গে গান এবং সঙ্গীত জীবনের বিভিন্ন আলাপচারিতার ফাঁকে ফাঁকে নিজের গনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন শিল্পী। ‘মধুগুঞ্জন’ অনুষ্ঠানটি মূলত দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের নিয়ে সাজানো হয়ে থাকে। অনুষ্ঠানের প্রতি পর্বে একজন জনপ্রিয় শিল্পীকে আমন্ত্রণ জানানো হয় এবং তাকে নিয়েই সাজানো হয়ে থাকে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীকে নিয়ে স্টুডিওতে আলাপচারিতায় অংশ নেন উপস্থাপক। গান এবং শিল্পীর জীবনের গল্প অর্থাৎ কণ্ঠশিল্পী হয়ে ওঠার গল্প নিয়ে উপস্থাপকের সঙ্গে বিভিন্ন ধরনের খোলামেলা আলোচনার মাঝে নিজের পছন্দের গানগুলো পরিবেশন করেন শিল্পী। গানের পাশাপাশি অনুষ্ঠানে আগত শিল্পী তার গাওয়া জনপ্রিয় গান তৈরির নেপথ্যের গল্প, গান নিয়ে বিভিন্ন ধরনের স্মৃতিকথাও বলে থাকেন অনুষ্ঠানের মাধ্যমে।
×