ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেনা হস্তক্ষেপের আশঙ্কা

হংকংয়ে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, কাদানে গ্যাস নিক্ষেপ

প্রকাশিত: ০৮:২৫, ৫ আগস্ট ২০১৯

 হংকংয়ে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, কাদানে গ্যাস নিক্ষেপ

হংকংয়ে চলমান বিক্ষোভ নবম সপ্তাহে গড়িয়েছে। রবিবারের বিক্ষোভে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। রবিবার হংকংয়ের মংকক জেলায় বিক্ষোভের সময় পুলিশ এই কাদানে গ্যাস নিক্ষেপ করে। সোমবার মংককের প্রধান শহরজুড়ে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতির অংশ হিসেবে এ দিন বিক্ষোভকারীদের কয়েকটি গ্রুপজড়ো হয়ে সমাবেশের চেষ্টা করছিল। বিবিসি। চীন ও সেদেশের সেনাবাহিনী হংকংয়ে এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের হুশিয়ারি দিয়েছে। হংকংয়ের অপরাধীদের চীনা কর্তৃপক্ষের হাতে হস্তান্তর সংক্রান্ত এই আইনের প্রতিবাদে দুই মাসের বেশি সময় ধরে চলা এই বিক্ষোভ সহসা থেমে যাওয়ার কোনও আলামত নেই। বিক্ষোভকারী ও চীন সমর্থিত হংকং কর্তৃপক্ষ আরো কঠোর অবস্থানের দিকে যাচ্ছে। বিক্ষোভের প্রেক্ষিতে হংকং কর্তৃপক্ষ ওই আইনটি শেষ পর্যন্ত বাতিল করে। তবে বিক্ষোভকারীরা বিলটি পুরোপুরি বাতিলের দাবি জানিয়ে আসছে। এরপর বিক্ষোভকারীরা হংকংয়ের পুর্ণ গণতন্ত্র ও প্রধান নির্বাহি ক্যারি লামের পদত্যাগ দাবি করে। ব্রিটেনের সাবেক উপনিবেশ হংকং ১৯৯৭ সালে এটি চীনের কাছে হস্তান্তর করা হয়। ওই সময় থেকে এক দেশ দুই নীতি প্রথার মাধ্যমে হংকংকে গণতন্ত্র দেওয়ার কথা বলা হয়। রবিবার হংকংয়ের বিক্ষোভের প্রস্তুতির জন্য লোকজন জড়ো হচ্ছিল ২০১৪ সালে এই জায়গাতেই গণতন্ত্রের দাবিতে অপর এক বিেেক্ষাভে সহিংসতার ঘটনা ঘটে। এ সময় অনেকে পাতাল স্টেশন অবরোধ করে। এতে সড়কে বিশৃংখলা তৈরি হয়। ক্যাথি ইপ নামে এক বিক্ষোভকারী জানায়, পুলিশকে আমাদের প্রতিপক্ষ না বানিয়ে সরকারের আমাদের দাবির প্রতি কর্ণপাত করা উচিত। অপরদিকে হংকংয়ের পুলিশ প্রধান চেন ডাউক্সিং বলেন, এই ধরনের বিক্ষোভ কোনো মতেই আর সহ্য করা হবে না। চলমান বিক্ষোভে সংশ্লিষ্টতার দায়ে গত সপ্তাহে বেজিং সমর্থিত হংকং কর্তৃপক্ষ অন্তত ৪৩ জনের বিরুদ্ধে দাঙ্গা বাধানো ও উস্কানি প্রদানের অভিযোগ আনে। পরদিন বিক্ষোভ নিয়ে প্রথমবারের মতো মুখ খোলেন হংকংয়ে নিযুক্ত চীনা সেনাবাহিনীর প্রধান চেন দাও জিয়াং। তিনি হংকংয়ে চীনা সেনাঘাঁটির প্রধান ও পিপলস লিবারেশন আর্মির একজন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। চেন দাও জিয়াং বলেন, এই বিক্ষোভ মানুষের জীবন ও নিরাপত্তার জন্য চরম হুমকি। এই ধরনের কর্মকান্ড মেনে নেয়া হবে না। ১৯৯৭ সালে সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকং চীনের নিয়ন্ত্রণে আসার পর এই প্রথম সেখানে বড় ধরনের রাজনৈতিক সঙ্কট দেখা দিয়েছে। পুলিশের সঙ্গে সহিংসতায় জড়ানোর অপরাধে ৩২ পুরুষ ও ১৭ নারীকে আটক করা হয়েছে। তাদের এক বছরের বেশি সময় কারাগারে থাকতে হবে। হংকং সঙ্কট গভীরভাবে পর্যবেক্ষণ করছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি হংকং সীমান্তে চীনা সৈন্য মোতায়েনের বিষয়ে ওয়াশিংটন উদ্বেগ প্রকাশ করেছে।
×