ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইদলিবে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৮:২৩, ৫ আগস্ট ২০১৯

 ইদলিবে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চল ইদলিবে যুদ্ধবিরতিকে রবিবার স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর বেসামরিক লোকজনের ওপর হামলা অবশ্যই বন্ধ করার ওপর জোর দেয় দেশটি। এর আগে কয়েক মাস এখানে বোমা হামলা চালায় সরকারী বাহিনী। ইদলিবের একটি এলাকায় তুরস্কের বাফার জোন বাস্তবায়নের শর্তে যুদ্ধবিরতিতে রাজি হয় সিরিয়ার সরকার এবং শুক্রবার ইদলিব প্রদেশে বিমান হামলা চালানো থেকে বিরত থাকে। উল্লেখ্য, ওই এলাকার বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসছে তুরস্ক। হামা, আলেপ্পো ও লাতাকিয়াসহ অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ রয়েছে সিরিয়ার সাবেক আল-কায়েদার অংশ জিহাদী গ্রুপ হায়াত তাহরির আল-শামের। এসব এলাকায় বর্তমানে প্রায় ৩০ লাখ লোক রয়েছে। ভয়েস অব আমেরিকা। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মর্গান ওর্তেগাস এক বিবৃতিতে বলেন, শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ওয়াশিংটন। তবে বেসামরিক লোকজন এবং বেসামরিক অবকাঠামোতে হামলা অবশ্যই বন্ধ হওয়া উচিত। তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে, সিরিয়ার সংঘাতের কোন সামরিক সমাধান হতে পারে না। একমাত্র রাজনৈতিক সমাধানই সব সিরীয় নাগরিকের ভবিষ্যত নিধারণ এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে।’ বিবৃতিতে জাতিসংঘের নেতৃত্বে সিরিয়ার শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়। ওর্তেগাস এটাকে রাজনৈতিক সমাধানের একমাত্র সম্ভাব্য উপায় বলে অভিহিত করেন।
×