ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চীন - তাইওয়ান কূটনৈতিক দ্বন্দ্ব

ভারসাম্য রক্ষা করছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রগুলো

প্রকাশিত: ০৮:২২, ৫ আগস্ট ২০১৯

  ভারসাম্য রক্ষা করছে প্রশান্ত  মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রগুলো

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এখন যেন এক কুটনৈতিক যুদ্ধক্ষেত্র। ছোট ছোট দ্বীপরাষ্ট্রগুলো এই যুদ্ধে সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। চীনা প্রেসিডেন্ট শি জিন পিং চলতি বছর জানুয়ারিতে তাইওয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ৪০ বছর পুর্তি উপলক্ষে আয়োজিত সম্মেলনে কিছু কঠিন মন্তব্য করেন। সাধারণত চীনা নেতারা এই ধরনের মন্তব্য করেন না। শি জিন পিং বলেছিলেন যে তাইওয়ানের স্বাধীনতাকামীদের দমনে প্রয়োজনে শক্তি প্রয়োগ করা হবে। এ সময় তিনি কিছু অস্বাভাবিক শব্দপ্রয়োগ করে চীন-তাইওয়ানের শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণের কিছু রীতি ভঙ্গ করেন। দেশ দুটির পুনরেকত্রীকরণ নিয়ে যুগ, যুগ ধরে উভয় দেশের নেতারা এই শিষ্ঠাচার মেনে আসছিলেন। খবর দ্যা ডিপ্লোম্যাট। শি জিন পিংয়ের এই মন্তব্যের উত্তরে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইন ওয়েন কড়া মন্তব্য না করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, তাইওয়ান ও চীনের মধ্যে যে মতপার্থক্য রয়েছে উভয় দেশের মনে রাখা উচিত। তবে শি জিন পিংয়ের বক্তব্যের আগের দিন একটি বিবৃতি প্রকাশ করেন সাই ইন ওয়েন। ওই বিবৃতিতে বেজিংয়ের কাছ থেকে সমান সুযোগ সুবিধার দাবি করেন তিনি। ৭০ বছর আগে তাইওয়ান কার্যত স্বাধীন হয়। এ সময় থেকে তাইওয়ানকে কোনোপ্রকার শক্তি প্রয়োগ ছাড়াই নিজ ভুখ-ের সঙ্গে যুক্ত করে চীন। তাইওয়ান কখনও একতরফাভাবে নিজেকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করতে পারবে না বলে বেজিংয়ের পক্ষ থেকে চাপ রয়েছে। ২০১৬ সালের নির্বাচনে সাই ইন ওয়েন ক্ষমতায় আসার পর থেকে এ ব্যাপারে অত্যন্ত সতর্ক। তিনি কখনও সেই নিয়মের ব্যত্যয় ঘটাননি। তবে এই নির্বাচনে সাই ইন ওয়েনের ক্ষমতায় আসার পর থেকেই বেজিং খুব সতর্ক রয়েছে। আবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তাইওয়ান প্রসঙ্গে চীনকে দরকষাকষির টেবিলে নিয়ে আসা বিষয়েও সতর্ক বেজিং। এই আশংকা থেকে চীন তাইওয়ানকে কুটনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে চায়। এরপর থেকে চীন তাইওয়ানের বন্ধুদেশগুলোর সঙ্গে দেশটির সম্পর্ক বিচ্ছিন্ন করার এক বিরল প্রচেষ্টা অব্যাহত রাখে। এ কারণে তাইওয়ানের বিপুল পরিমাণ বিনিয়োগ অন্যত্র চলে যায়। এরপর ২০১৬ সালের ডিসেম্বর মাসে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২২টি দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে চীনের প্রদেশ হিসেবে স্বীকৃতি দেয়। অবশ্য এই অঞ্চলের অপর ১৭ দেশ তাইওয়ানকে চীনের প্রদেশে হিসেবে এখনও স্বীকৃতি দেয়নি। এশিয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল তাই তাইওয়ানের কাছে কুটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।
×