ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল ভারত

প্রকাশিত: ১৩:২২, ৪ আগস্ট ২০১৯

প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল ভারত

জনকণ্ঠ ডেস্ক ॥ আজই ছেলেটার অভিষেক। আইপিএলে ঝড় তোলার সুবাধে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক পায় নবদীপ সাইনি। ১৪০ কিলোমিটারেরও বেশি বলের গতি তুলতে পারেন তরুণ এই পেসার। তার এই গতির ঝড়েই ফ্লোরিডায় ল-ভ- হয়ে গেল ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। যেন ফ্লোরিডায় উঠেছিল সাইনি ঝড়। অভিষেকেই ম্যাচ সেরার পুরস্কার উঠল তাই এই নবীনের হাতেই। খবর ওয়েবসাইটের। নবদীপ সাইনির ঝড়ে কেবল ৯৫ রানেই থমকে যেতে হলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে। জবাবে ব্যাট করতে নেমে ধুঁকতে হয়েছে ভারতকেও। তবুও শেষ পর্যন্ত ১৭.২ ওভারেই ৪ উইকেটের ব্যবধানে জয়ের বন্দরে নোঙ্গর ফেলে ভারত। ক্রিকেট বিশেষজ্ঞদের পূর্বাভাস ছিল, ফ্লোরিডার এই উইকেটে ১৬০ রানই যথেষ্ট। সেই রানের ধারে কাছেও না গিয়ে ভারতীয় বোলারদের দাপটে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে তুলল ৯ উইকেটে ৯৫ রান; কিন্তু এই সামান্য ক’টা রানই যে কোহালিদের কাঁপিয়ে দেবে, তা বোধহয় অতি বড় ক্রিকেট বিশেষজ্ঞও আশা করেননি। ফ্লোরিডায় ভারত প্রথম ম্যাচ জিতল ঠিকই, কিন্তু তা জিতল অতি কষ্টে, সমর্থকদের হার্টবিট বেশ কিছুটা বাড়িয়ে। ৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ানকে ১ রানে ফিরিয়ে দেন সেলডন কটরেল। এরপর ২৮ রানের জুটি গড়েন রোহিত শর্মা আর বিরাট কোহলি। ২৫ বলে ২৪ রান করে আউট হন রোহিত। ২৯ বলে ১৯ রান করেন বিরাট কোহলি। রিশাভ পান্ততো কোন রানই করতে পারলেন না। মানিস পা-ে ১৪ বলে ১৯, হার্দিক পা-িয়া ১৪ বলে ১২ রান করে আউট হন। রবীন্দ্র জাদেজা ৯ বলে ১০ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ওয়াশিংটন সুন্দর অপরাজিত থাকেন ৮ রানে। মার্কিন মুলুকে সিরিজের প্রথম ম্যাচে ভারত অধিনায়ক বিরাট কোহালি টস জিতে ক্যারিবিয়ানদের প্রথমে ব্যাট করতে পাঠান। ইনিংসের শুরু থেকেই ধস নামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে। দ্বিতীয় বলেই ওয়াশিংটন সুন্দর আউট করেন ক্যাম্পবেলকে (০)। খাতা না খুলে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার এভিন লুইস। ক্যারিবীয় ব্যাটসম্যানদের মধ্যে দু’অঙ্কের রান করেন কেবল দু’জন নিকোলাস পুরান (২০) এবং কাইরন পোলার্ড (৪৯)। বাকিরা এলেন আর গেলেন। পোলার্ডের মধ্যে তাও কিছু করে দেখানোর তাগিদ ছিল। বাকিদের মধ্যে তা দেখা যায়নি। পোলার্ড শেষ পর্যন্ত টিকে থাকলে একশো রানের গন্ডি হয়তো অতিক্রম করতে পারত ক্যারিবিয়ানরা। শেষ ওভারে পোলার্ডকে নবদীপ সাইনি ফেরালে একশো রান করা সম্ভব হয়নি ওয়েস্ট ইন্ডিজের পক্ষে। ভারতীয় বোলারদের মধ্যে সবাই উইকেট পেয়েছেন। ক্যারিরিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে সাইনি পেলেন ৩ উইকেট, ভুবনেশ্বর কুমার ২টি উইকেট নেন। ওয়াশিংটন সুন্দর, খলিল আহমেদ, ক্রুনাল পান্ড্য, রবীন্দ্র জাদেজারা সবাই একটি করে উইকেট নেন।
×