ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আটঘাট বেঁধেই মাঠে ফিরবেন সৌরভ

প্রকাশিত: ১২:৩৭, ৪ আগস্ট ২০১৯

আটঘাট বেঁধেই মাঠে ফিরবেন সৌরভ

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের তালিকা করলে সৌরভ গাঙ্গুলীর নাম সেখানে ওপরের দিকে থাকবে। মাঠে ভীষণ আগ্রাসী, বাইরে অসাধারণ ব্যক্তিত্ব, দেশটিকে তুলে এনেছিলেন তলানি থেকে। বিদেশে কিভাবে জিততে হয় সেটিও শিখিয়েছিলেন তিনি। ক্রিকেটবিশ্বে এখনও নবীন অধিনায়কদের আদর্শ কলকাতার দাদাবাবু কোচিংয়ে আসতে চান। এমন খবরে অনেকেই হয়তো নড়েচড়ে বসবেন। বিশ্বকাপের সেমিফাইনালে হারের ধাক্কায় ভারতীয় ক্রিকেট এখন রীতিমতো কম্পমান। বিরাট কোহলিদের চলতি ওয়েস্ট ইন্ডিজ সফর শেষেই নতুন কোচ নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীর সংখ্যা কয়েক হাজার। রবি শাস্ত্রীকেও সেখানে নতুন করে আবেদন করতে হবে। দাদাবাবু সৌরভকে পেলে অত ঝামেলার দরকার কী? না এখনই নয়, ব্যবসা-টিভি শো, ব্যক্তিগত ঝামেলা চুকিয়ে আটঘাট বেঁধেই কোচিংয়ে আসতে চাইছেন সৌরভ। দাদাকে ফের মাঠে দেখার জন্য ভক্তদের আরও কয়েক বছর অপেক্ষা করতে হচ্ছে। ‘অবশ্যই আমি ভারতের কোচ হতে আগ্রহী। তবে এখনই নয়। আরও কিছুদিন যাক, তারপর না হয় ভারতের কোচ হওয়ার ব্যাপারে ভালভাবে চেষ্টা করব।’ সংবাদমাধ্যমকে বলেন সৌরভ। ভারতের সাবেক দাপুটে অধিনায়কের এখন কোচ হতে না চাওয়ার পেছনে কারণও আছে। সৌরভের যে ব্যস্ততা, চাইলেও কোচ হতে পারবেন না তিনি। ক্রিকেট এ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আইপিএলে দিল্লী ক্যাপিটালসের পরামর্শক হিসেবেও ব্যস্ত সময় কাটে তার। বিশ্বজুড়ে বিভিন্ন সিরিজে ধারাভাষ্যও দিয়ে বেড়ান। এছাড়া ভারতের একটা বেসরকারী চ্যানেলে জনপ্রিয় কুইজ শো উপস্থাপনা করতে দেখা যায় তাকে। এসব কথা মাথায় রেখেই এখন কোচ হতে চাইছেন না সৌরভ, ‘বর্তমানে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আছি। আগে এগুলো শেষ করি, দায়িত্বগুলো ঠিকমতো পালন করি। এরপর আমি অবশ্যই ভারতের কোচ হওয়ার চেষ্টা করব। কোচ হিসেবে নির্বাচিত হব কি না জানি না, তবে চেষ্টা অবশ্যই করব।’ রবি শাস্ত্রীকে যখন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়, তখন সেই কোচ নির্বাচক কমিটির প্রধান ছিলেন সৌরভ। তবে এখন সেই দায়িত্ব দেয়া হয়েছে কপিল দেবকে। ভারতের নতুন কোচ কে হতে পারেন এমন প্রশ্নের জবাবে তাই নির্দিষ্ট করে কারও নাম বলতে রাজি হননি সৌরভ, ‘ভারতের কোচ হওয়ার দৌড়ে যারা আছেন, তার মধ্যে তো তেমন কোন হেভিওয়েট প্রার্থীর নাম শুনলাম না। শুনেছিলাম মাহেলা জয়বর্ধনে আবেদন করবে, কিন্তু পরে সে করেনি। আমি জানি না কে কোচ হবেন। এটা প্যানেলই নির্বাচন করবে। শাস্ত্রী কোচ থাকবে কি না, সেটা আমার বলার কোন এখতিয়ার নেই।’ ভারতের কোচ হতে সৌরভের মনে যে সুপ্ত একটা বাসনা রয়েছে তার নতুন ইচ্ছায় সেটি স্পষ্ট। দুর্দান্ত সফল ক্রিকেট ক্যারিয়ারে আরও একটি পালক যুক্ত করতে আগ্রহী ৪৭ বছর বয়সী সাবেক এই তারকা ক্রিকেটার। যিনি ১৯৯২ থেকে ২০০৮ পর্যন্ত ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। এখনও নামের পাশে রয়েছে অনেক রেকর্ড। ভারতের নতুন কোচের পদে ইতোমধ্যে বেশ কিছু নাম উঠে এসেছে। বিসিসিআইয়ের কোচ নিয়োগের বিজ্ঞাপনে অনেক আবেদন জমা পড়েছে। কোহলিদের হেডস্যার হওয়ার দৌড়ে আছেন রবি শাস্ত্রীও। বর্তমান কোচকে অবশ্য টম মুডি, মাইক হেসন, রবিন সিং, লালচাঁদ রাজপুত, গ্যারি কারসেন্টের মতো হেভিওয়েটদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে হবে।
×