ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কানাডা লীগে ফের গেইল ঝড়

প্রকাশিত: ১২:৩৬, ৪ আগস্ট ২০১৯

কানাডা লীগে ফের গেইল ঝড়

স্পোর্টস রিপোর্টার ॥ ২৭ বলে ৪৫, ৫৪ বলে ১২২*, ৪৪ বলে ৯৪Ñ কানাডায় চলমান গ্লোবাল টি২০তে শেষ তিন ম্যাচে ক্রিস গেইলের রান। কে বলবে বয়স চল্লিশের দোরগোড়ায়? বিশ্বকাপে কিছুটা ম্লান থাকলেও ফের জ্বলে উঠেছেন ক্যারিবিয়ান ব্যাটিংদানব। এদিন তার বিধ্বংসী ৯৪ রানের জন্য ভ্যাঙ্কুভার নাইটস ৬ উইকেটে হারিয়েছে এডমন্টন রয়্যালসকে। ১৬৬ রান তাড়া করতে নেমে ভ্যাঙ্কুভার নাইটস-এর শুরুটা ভাল হয়নি। শুরুতেই টোবিয়াস ভিসির উইকেট হারায় তারা। গেইলের সঙ্গী হন চ্যাডউইক ওয়ালটন। মাত্র ১৭ রানে তিনিও ফিরে যান। দ্রুত উইকেট হারালেও গেইলকে থামানো যায়নি। ১৩তম ওভারে বিধ্বংসী মেজাজে ধরা দেন গেইল। পাকিস্তান তারকা লেগস্পিনার শাদাব খানের এক ওভারে ৩২ রান নেন তিনি। ৬, ৬, ৪, ৪, ৬, ৬Ñ ওই ওভারেই ৪টি ছক্কা ও ২টি বাউন্ডারি হাঁকান ‘দ্য ইউনিভার্স বস’। সেঞ্চুরির কাছে গিয়ে থামেন ৪৪ বলে ৯৪ রান করে। পরের বলেই আন্দ্রে রাসেল আউট হন। ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ২টি টি২০ ম্যাচে খেলছেন না রাসেল। যে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল ক্যারিবিয়ান অলরাউন্ডারের, সেই হাঁটুই ভোগাচ্ছে তাকে। রাসেল দ্রুত ফিরে গেইলেও শোয়েব মালিকের অপরাজিত ৩৪ রানের সৌজন্যে ম্যাচ জিততে সমস্যা হয়নি নাইটসদের। এর আগে মন্ট্রিয়েল টাইগার্সের বিপক্ষে গেইল ৫৪ বলে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচটি অবশ্য বাজে আবহাওয়ার জন্য পরিত্যক্ত হয়। ক্যারিয়ারের এই পড়ন্ত বেলায় এসেও গেইলের ব্যাট কথা বলছে। ঘরের মাঠে ভারতের বিপক্ষে টি২০ না খেললেও ওয়ানডে সিরিজে খেলবেন গেইল। তখনই হবে বিরাট কোহলিদের আসল পরীক্ষা।
×