ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রধান নির্বাচক হতে আগ্রহী শোয়েব

প্রকাশিত: ১২:৩৫, ৪ আগস্ট ২০১৯

প্রধান নির্বাচক হতে আগ্রহী শোয়েব

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজামাম-উল-হক পদত্যাগের পর পাকিস্তানের প্রধান নির্বাচকের পদটি খালি হয়ে গেছে। এবার জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হতে আগ্রহ প্রকাশ করেছেন দেশটির কিংবদন্তি পেসার শোয়েব আকতার। দায়িত্ব পেলে পাক ক্রিকেটের উন্নয়নে কি কি পদক্ষেপ নেবেন তাও উল্লেখ করেছেন তিনি। ৪৩ বছর বয়সী শোয়েব বলেন, ‘আমাকে যদি প্রধান নির্বাচক হিসেবে নির্বাচিত করা হয় তাহলে প্রতিভা খুঁজে বের করব। তিন বছর মেয়াদে দেশের ক্রিকেটাঙ্গনে প্রচুর বিনিয়োগ করা হবে। কিশোর-তরুণদের একাডেমি ও ক্যাম্পে অনুশীলনের সুযোগ করে দেয়া হবে।’ তিনি আরও যোগ করেন, ‘খেলোয়াড়দের মেন্টর হিসেবে কাজ করে তাদের উন্নয়নে সুপরামর্শ দেয়ার চেষ্টা থাকবে আমার। দল নির্বাচনে অযাচিত হস্তক্ষেপ করা হবে ন।’ সুযোগ সুবিধা দেয়ার পাশাপাশি নিয়মনীতির ব্যাপারে কঠোর নীতি গ্রহণ করতে চান সর্বকালের অন্যতম দ্রুতগতির এ বোলার। এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘জাতীয় দলের ক্রিকেটারদের সব লীগে খেলতে দেয়া হবে না। শুধু দুটি লীগ খেলতে পারবে তারা।’ রাওয়ালপিন্ডিখ্যাত সাবেক তারকা পেসার অবশ্য প্রায়শ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনা করে থাকেন। এ জন্য বোর্ডের সঙ্গে তার সম্পর্ক ভাল নয়। দেশটির ক্রিকেটের যে কোন নেতিবাচক বিষয়ের কঠোর সমালোচক তিনি। বিশ্বকাপে অধিনায়ক সরফরাজ আহমেদের সমালোচনা করা শোয়েব সম্প্রতি মাত্র ২৭ বছর বয়সে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়া তারকা পেসার মোহাম্মদ আমিরকেও ধুয়ে দিয়েছেন।
×