ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেষটা রাঙাতে পারল না চ্যাম্পিয়ন বসুন্ধরা

প্রকাশিত: ১২:৩৪, ৪ আগস্ট ২০১৯

শেষটা রাঙাতে পারল না চ্যাম্পিয়ন বসুন্ধরা

রুমেল খান ॥ দুই ম্যাচ হাতে রেখেই যাদের প্রথমবারের মতো লীগ শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল, সেই বসুন্ধরা কিংসের শেষ ম্যাচটাও জয়ে রাঙানো হয় কি না শনিবার সেটাই ছিল ফুটবলপ্রেমীদের আগ্রহের বিষয়। তবে নিজেদের শেষ ম্যাচে জিততে পারেনি কিংসরা। তবে হারেওনি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ১-১ গোলে ড্র করে চট্টগ্রাম আবাহনী লিমিটেডের সঙ্গে। খেলার প্রথমার্ধেই সবগুলো গোল হয়। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচ দিয়েই শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লীগের একাদশ আসর। ২৪ ম্যাচে ৬৩ পয়েন্ট অর্জন করে বসুন্ধরা কিংস। রানার্সআপ ঢাকা আবাহনীর ৫৮ পয়েন্ট। ২৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থান অধিকার করলো বন্দরনগরীর দল চট্টগ্রাম আবাহনী। শনিবার লীগের ট্রফিটা তুলে দেয়া হবে কিংসদের হাতে। সেই আনন্দ উদযাপন করতে প্রায় হাজার দশেক বসুন্ধরা কিংসের সমর্থক উপস্থিত হন গ্যালারিতে। তাদের সবার গায়ে ছিল ‘চ্যাম্পিয়ন’ শব্দ সংবলিত বসুন্ধরার জার্সি। রেফারি এম জেড এফ নাহিদের বাঁশি বাজতেই কিংসের ফুটবলাররা সবাই একসঙ্গে গোল হয়ে নেচে-কুঁদে একাকার হন। তাদের হাতে লীগের চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি। আরও উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, সদস্য আব্দুর রহিম, ইকবাল হোসেন, অমিত খান শুভ্র, শওকত আলী খান জাহাঙ্গীর, জাকির হোসেন চৌধুরী প্রমুখ। ম্যাচের শুরু থেকেই গোছানো, ছোট ছোট পাসে সুন্দর ফুটবল খেলে প্রতিপক্ষের ওপর প্রাধান্য বিস্তার করে খেলার চেষ্টা করে কিংস। কিন্তু ‘ব্লু পাইরেটস’ খ্যাত চট্টগ্রাম আবাহনীর ডিফেন্স ছিল বেশ সুদৃঢ়। তারপরও রক্ষণের ভুলেই প্রথম গোলটি হজম করে তারা। ম্যাচের তখন ১৮ মিনিট। বক্সের বাইরে থেকে বসুন্ধরার ব্রাজিলিয়ান মিডফিল্ডার মার্কোস ভিনিসিয়াস শট নিলে বক্সে বল পেয়েও তা বিপদমুক্ত করতে ব্যর্থ হন চট্টলার নাইজিরিয়ান ডিফেন্ডার মুফতালাওয়াল। গোলরক্ষক মোহাম্মদ নেহাল ও তার মাঝে ভুল বোঝাবুঝিতে বলটি ঢুকে পড়ে জালে। এগিয়ে যায় বসুন্ধরা (১-০)। পরের মিনিটেই দারুণ একটা সুযোগ পায় চট্টলার দল। তবে বল ডান পোস্টে লেগে ফেরত আসায় গোল পায়নি তারা। ৪৪ মিনিটে পেনাল্টি পায় চট্টগ্রাম আবাহনী। কিরগিজ ডিফেন্ডার ড্যানিয়েলের স্পট কিক ডাইভ দিয়েও আটকাতে পারেননি বসুন্ধরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো (১-১)। ফলে সমতায় ফেরে চট্টলার দলটি। ৫৫ মিনিটে চট্টগ্রাম আবাহনীর নাইজিরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলের শট অল্পের জন্য জড়ায়নি জালে। ৫৯ মিনিটে বক্সের প্রায় দশগজ দূরে ফ্রি কিক পায় বসুন্ধরা কিংস। মার্কোস ড্যামি করেন, শট নেন বখতিয়ার। কিন্তু বল চলে যায় বারের বেশ ওপর দিয়ে। ৬৭ মিনিটে বাঁপ্রান্ত থেকে কলিন্ড্রেসের শট চলে যায় বারের ওপর দিয়ে। শেষ পর্যন্ত ড্র করেই মাঠ ছাড়ে দুই দল। বাংলাদেশ প্রিমিয়ার লীগে এবারই প্রথম অংশ নেয় বসুন্ধরা কিংস। এসেই লীগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা, তাও আবার ঢাকার বাইরের ভেন্যুতে (নীলফামারীতে) যা বিপিএল ফুটবল ইতিহাসে এই প্রথম। পুরস্কারসমূহ ॥ চ্যাম্পিয়ন ট্রফি : বসুন্ধরা কিংস, সেরা উদীয়মান খেলোয়াড় : রবিউল হাসান (আরামবাগ), সেরা গোলরক্ষক : আশরাফুল ইসলাম রানা (শেখ রাসেল), সর্বোচ্চ গোলদাতা : রাফায়েল ওদোয়িন (শেখ রাসেল, ২২ গোল), সেরা খেলোয়াড় : ড্যানিয়েল কলিনড্রেস (বসুন্ধরা), সেরা কোচ : অস্কার ব্রুজোন (বসুন্ধরা), ফেয়ার প্লে ট্রফি : শেখ রাসেল। বিপিএল ফুটবলের পয়েন্ট টেবিল দল ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট বসুন্ধরা কিংস ২৪ ২০ ৩ ১ ৫৪/১৪ ৬৩ আবাহনী ২৪ ১৯ ১ ৪ ৬০/২৮ ৫৮ শেখ রাসেল ২৪ ১৬ ৪ ৪ ৪৩/২০ ৫২ সাইফ স্পোর্টিং ২৪ ১৪ ৫ ৫ ৪০/২৪ ৪৭ আরামবাগ ২৪ ১০ ৩ ১১ ৩৩/৩২ ৩৩ শেখ জামাল ২৪ ৭ ৭ ১০ ৩১/৩৭ ২৮ মুক্তিযোদ্ধা ২৪ ৬ ৮ ১০ ২৬/৩৮ ২৬ চট্টগ্রাম আবাহনী ২৪ ৫ ১০ ৯ ২২/২৬ ২৫ মোহামেডান ২৪ ৬ ৭ ১১ ৩১/৪০ ২৫ রহমতগঞ্জ ২৪ ৪ ১০ ১০ ৩৪/৫৩ ২২ ব্রাদার্স ২৪ ৫ ৬ ১৩ ২৮/৪৯ ২১ নোফেল ২৪ ৫ ৫ ১৪ ২৩/৪২ ২০ বিজেএমসি ২৪ ২ ৫ ১৭ ১৪/৩৬ ১১ * নোফেল ও বিজেএমসি অবনমিত সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড় ক্লাব গোল রাফায়েল ওদোয়িন শেখ রাসেল ২২ সানডে চিজোবা আবাহনী ২০ নাবিব নেওয়াজ জীবন আবাহনী ১৭ মার্কোস ভিনিসিয়াস বসুন্ধরা কিংস ১৪ * মোট হ্যাটট্রিক ১০টি, সবচেয়ে বেশি ২টি হ্যাটট্রিক রাফায়েল ওদোয়িনের রোল অব অনার মৌসুম চ্যাম্পিয়ন রানার্সআপ ২০০৭ আবাহনী মোহামেডান ২০০৮-০৯ আবাহনী মোহামেডান ২০০৯-১০ আবাহনী মোহামেডান ২০১০-১১ শেখ জামাল মুক্তিযোদ্ধা ২০১২ আবাহনী মুক্তিযোদ্ধা ২০১২-১৩ শেখ রাসেল শেখ জামাল ২০১৩-১৪ শেখ জামাল আবাহনী ২০১৪-১৫ শেখ জামাল শেখ রাসেল ২০১৬ আবাহনী চট্টগ্রাম আবাহনী ২০১৭-১৮ আবাহনী শেখ জামাল ২০১৮-১৯ বসুন্ধরা কিংস আবাহনী
×