ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এবার টেস্ট ছাড়ছেন ওয়াহাব রিয়াজ

প্রকাশিত: ১২:৩১, ৪ আগস্ট ২০১৯

এবার টেস্ট ছাড়ছেন ওয়াহাব রিয়াজ

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র ২৭ বছর বয়সে মোহাম্মদ আমিরের টেস্ট থেকে অবসর নেয়াকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেটে যখন আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে তারই মাঝে এলো এমন খবর। এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন আরেক তারকা বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ। কানাডায় চলমান গ্লোবাল টি২০ লীগ খেলা ওয়াহাব দেশে ফিরেই চূড়ান্ত ঘোষণা দেবেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিশ্বস্ত সূত্রের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম দুনিয়া নিউজ এমন খবর জানিয়েছে। উল্লেখ্য, আমিরের মতো ওয়াহাবও শেষ মুহূর্তে পাকিস্তানের বিশ্বকাপ দলে ডাক পেয়ে চমৎকার নৈপুণ্যে দেখিয়েছিলেন। ক’দিন আগে আমির যখন হুট করে টেস্ট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন তখন গ্রেট ওয়াসিম আকরাম, শোয়েব আকতারসহ অনেকেই বলেছিলেন, এটি পাকিস্তান ক্রিকেটের জন্য অশনি সঙ্কেত। যা অন্যদের ওপর বাজে প্রভাব তৈরি করবে। ক্ষুব্ধ শোয়েব সম্প্রতি এক ভিডিও বার্তায় বলেন, ‘আমিরের অবসরের পর আমরা হয়তো হাসান আলি, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খানদেরও একই পথে হাঁটতে দেখব।’ সেই শঙ্কাই যেন সত্য হতে যাচ্ছে। আমিরের পর টেস্ট থেকে অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন ওয়াহাব। পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ‘দুনিয়া নিউজ’-এ এসেছে এমন খবর। ওয়াহাব নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নিজের সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন। কানাডায় গ্লোবাল টি২০ লীগ থেকে ফিরে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন ৩৪ বছর বয়সী এই পেসার। বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনাল নিশ্চিত করতে না পারায় অন্যদের সঙ্গে ওয়াহাবের ভূমিকা নিয়েও সমালোচনা কম হয়নি। যদিও পুরো টুর্নামেন্টে বল হাতে ১১ উইকেট পেয়েছিলেন বাঁহাতি এ পেসার। পাকিস্তানের হয়ে সাদা জার্সিতে ২৭ ম্যাচ খেলে ৩৪.৫০ গড়ে ৮৩ উইকেট পেয়েছেন ওয়াহাব। ২০১৮ সালের অক্টোবরে দুবাইয়ে অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। সেটিই হয়তো হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ টেস্ট। আমির তার অবসর প্রসঙ্গে বলেছেন, রঙিন পোশাকের ওয়ানডে এবং টি২০ ক্যারিয়ার দীর্ঘ করতেই টেস্ট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
×