ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চিটাগাং ছেড়ে কুমিল্লায় মুশফিক

প্রকাশিত: ১২:৩০, ৪ আগস্ট ২০১৯

চিটাগাং ছেড়ে কুমিল্লায় মুশফিক

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে আবার দল পরিবর্তন হয়েছে মুশফিকুর রহীমের। এ বছর ডিসেম্বরে সপ্তম বিপিএল অনুষ্ঠিত হবে। সেখানে এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলবেন মুশফিক। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন হিসেবেই তিনি থাকবেন বলে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজির চেয়ারপার্সন নাফিসা কামাল। গত বছর চিটাগং ভাইকিংসে খেলেছিলেন মুশফিক। কিন্তু এবার ফ্র্যাঞ্চাইজিটি থাকছে না। আর কুমিল্লায় গত আসরে তামিম ইকবাল থাকলেও তিনি ছেড়ে যাচ্ছেন বলেই মুশফিককে আগেভাগে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ২০১২ সালের প্রথম বিপিএল আসরে নিজ বিভাগীয় অঞ্চলের ফ্র্যাঞ্চাইজি দুরন্ত রাজশাহীর হয়ে খেলেছিলেন মুশফিক। ব্যাট হাতে নিজে ভাল পারফর্ম করলেও ৬ ফ্র্যাঞ্চাইজির আসরে দলকে ভাল কিছু দিতে পারেননি তিনি। পরের ৭ দলের বিপিএলে সিলেট রয়্যালসে যোগ দেন। সেবারও দল ব্যর্থ হয় তার নেতৃত্বে। ২০১৪ সালে বিপিএল হয়নি। ২০১৫ সালে অনেক সংস্কারের পর বিপিএল নতুন করে শুরু হয়। এবার সিলেটের ফ্র্যাঞ্চাইজিতে পরিবর্তন ঘটলেও সিলেট সুপার স্টারসে থেকে যান মুশফিক। কিন্তু এবারও ৬ দলের আসরে দলকে শিরোপা জেতাতে পারেননি তিনি। এভাবে ২০১৬ সালে বরিশাল বুলসে খেলে ২০১৭ সালে আবার নিজ এলাকার ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংসে ফিরেছিলেন। তবে এ দুইবারই ব্যর্থ হয়েছেন দলকে সফল করতে। গত বিপিএলে সে কারণেই হয়তো কোন ফ্র্যাঞ্চাইজি মুশফিককে দলে টানতে আগ্রহী হয়নি। প্লেয়ার্স ড্রাফটের অনেক আগেই ৬ দলের অধিনায়কসহ মূল খেলোয়াড় নিশ্চিত হয়ে গেলেও শুধু মুশফিকই কোন দল পাননি। তাই নিলামের তালিকায় নাম ওঠে এ উইকেটরক্ষক ব্যাটসম্যানের। অবশ্য প্লেয়ার্স ড্রাফটের ঠিক আগেরদিন চিটাগং মুশফিককে আইকন হিসেবে টেনে নেয়। দল পাওয়া নিয়ে এত অনিশ্চয়তার মধ্যে থাকা বাংলাদেশ দলের অন্যতম সেরা এ ব্যাটসম্যানের জন্য এবারও অনিশ্চিয়তা তৈরি হয়েছিল। কারণ যে ফ্র্যাঞ্চাইজি চিটাগং ভাইকিংস নাম নিয়ে খেলেছে তারা এবার থাকছে না। নতুন মালিকানা আসতেও পারে, নাও পারে। তাই মুশফিকের দল পরিবর্তন করতেই হতো। তবে এবার আর বেশি অপেক্ষা করতে হয়নি। দেশের দ্বিতীয় আইকন হিসেবে মুশফিকের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা নিশ্চিত হয়েছে। সবার আগে এবার সাকিব আল হাসানকে রংপুর রাইডার্স দলে টেনে নিয়ে আইকন হিসেবে ঘোষণা করে। মুশফিক গত বছর সবার পরে দল পেলেও ব্যাট হাতে সেই আক্ষেপটা মাঠেই ঝেড়েছিলেন। ১৩ ম্যাচে ৩৫.৫০ গড়ে ৪২৬ রান করেন তিনি। তার দল চিটাগং খেলে চার দলের প্লে-অফ। জাতীয় দলের জার্সিতেও নিয়মিত যেভাবে ব্যাট করেন তাতে করে মুশফিকের মতো ব্যাটসম্যানকে নিতে মুখিয়েই থাকবে যে কোন দল। তবে গত বিপিএল তারজন্য বিস্ময়কর ছিল। এবার সেটা হয়নি। সাকিবের পর মুশফিকেরও আগেভাগে সপ্তম বিপিএলে নিশ্চিত হয়েছে ঠিকানা। এ নিয়ে ৭ বিপিএলে কোনবারই টানা একই দলের হয়ে খেলা হলো না মুশফিকের। ২০১৩ সালের দ্বিতীয় বিপিএলের মতো ২০১৫ সালের তৃতীয় বিপিএলে সিলেটে থাকলেও ফ্র্যাঞ্চাইজি আলাদা ছিল। অর্থাৎ সব আসরেই ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন তিনি। তাই এবারই প্রথম কুমিল্লার জার্সিতে দেখা যাবে তাকে। এ বিষয়ে ফ্র্যাঞ্চাইজির চেয়ারপার্সন নাফিসা বলেছেন, ‘বিশ্বকাপের পরপরই মুশফিকুর রহীমের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। তামিম ইকবাল এই বছর আমাদের সঙ্গে নেই বলেই আমরা মুশফিককে এক বছরের জন্য চুক্তিবদ্ধ করেছি। চলতি বছর আমাদের দলের আইকন হিসেবে মুশফিক খেলবেন।’ অর্থাৎ এবার কুমিল্লা থেকে তামিমের বিদায়টাও নিশ্চিত হয়ে গেছে।
×