ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয়করণের তাগিদ

প্রকাশিত: ১২:১৬, ৪ আগস্ট ২০১৯

উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয়করণের তাগিদ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সিএসও-এনজিও সমন্বয় প্রক্রিয়া (বিডি সিএসও কো-অর্ডিনেশন) ও কোস্ট ট্রাস্ট ‘উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয়করণের বিকল্প নাই : প্রয়োজন সিএসও-এনজিও বৃহত্তর ঐক্য’ শীর্ষক সংবাদ সম্মেলন আয়োজন করে। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন, কোস্ট ট্রাস্ট ও বিডি সিএসও কো-অর্ডিনেশন সচিবালয়ের রেজাউল করিম চৌধুরী। বরকত উল্লাহ মারুফ সারাদেশে নাগরিক সংগঠন ও এনজিওসমূহের মধ্যে বিগত দুইবছর যাবত এই স্থানীয়করণ প্রচারাভিযান ও তার চূড়ান্ত রূপ হিসেবে ঢাকায় গত ৬ জুলাই প্রায় ৭০০ স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ ও ২০ জন আন্তর্জাতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি জাতীয় কনভেনশন আয়োজনের প্রক্রিয়া ব্যাখ্যা করেন। তিনি তার বক্তব্যে উন্নয়ন ও মানবিক সহায়তার জন্য গ্রান্ড বারগেইন ও চার্টার ফর চেঞ্জ ইত্যাদি আন্তর্জাতিক প্রতিশ্রুতিসমূহ ও তার ভিত্তি হিসেবে উন্নয়ন কার্যকারিতা প্রক্রিয়া ও স্থানীয়করণ বিষয়গুলোও ব্যাখ্যা করেন। তিনি বলেন, এই প্রতিশ্রুতিসমূহে প্রায় সকলে স্বাক্ষর করলেও মাঠে তাদের কর্মকা-ে তার প্রয়োগ কমই দেখা যায়।
×