ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্যাপিটেক পপুলার লাইফ ফান্ডের ইউনিট বিক্রি ১৯ আগস্ট শুরু

প্রকাশিত: ১২:১২, ৪ আগস্ট ২০১৯

ক্যাপিটেক পপুলার লাইফ ফান্ডের ইউনিট বিক্রি ১৯ আগস্ট শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ১৯ আগস্ট ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ডের ইউনিট বিক্রি শুরু হবে। এই ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। ব্যক্তি বিনিয়োগকারীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০টি ইউনিট কিনতে হবে, যার মোট মূল্য দাঁড়াবে ৫ হাজার টাকা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে কনিতে হবে কমপক্ষে ৫ হাজার ইউনিট, যার জন্য মোট বিনিয়োগ করতে হবে ৫০ হাজার টাকা। ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড একটি বে-মেয়াদী মিউচুয়াল ফান্ড। নিয়ম অনুসারে, এই ধরনের ফান্ডের ইউনিট তার ব্যবস্থাপনায় থাকা এ্যাসেট ম্যানজেমেন্ট কোম্পানি ও ওই কোম্পানির মনোনীত সেলিং এজেন্টের কাছ থেকে কেনা যায়। শুরুতে ইউনিটের অভিহিত মূল্য অনুসারে ইউনিট কিনতে হয়। পরবর্তীতে এ্যাসেট ম্যানেজার প্রতি সপ্তাহে ইউনিট প্রতি সম্পদ মূল্যের আলোকে ইউনিট বিক্রি ও কেনার নির্ধারিত মূল্য প্রকাশ করে থাকে। ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকা। এর উদ্যোক্তা পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। ফান্ডটিতে পপুলার লাইফের অংশ ৫ কোটি টাকা। বাকি ২০ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ইউনিট বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হবে। ফান্ডটির ট্রাস্টি ও কাস্টোডিয়ান হিসেবে দায়িত্ব পালন করবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
×