ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে ১৬ চোরাচালানি গ্রেফতার

প্রকাশিত: ১২:১০, ৪ আগস্ট ২০১৯

ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে ১৬ চোরাচালানি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে বিপুল পরিমাণ ভারতীয় মালামালসহ ১৬ চোরাচালানিকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, স্বপন খান (৪০), মাজাহারুল আলম (৩০), মিজানুর রহমান (৪২), মোঃ শাহজালাল (২৭), মোঃ ইমরান (৩৬), শাহাদাত হোসেন (৪৯), বাবুল মাঝি (৫২), নাসির উদ্দিন (৫৯), মোঃ রাহেল (৩৮), উত্তম ঘোষ (৫০), রাকিব হোসেন (২২), জাহাঙ্গীর আলম (৬০), আবদুস ছালাম (৪৩), একরামুল করিম (৪৭), আমিনুল ইসলাম সুমন (৩৫), নাসির উদ্দিন (৫৯) ও রেহেনা আক্তার রুনা (২৪)। ঢাকা রেলওয়ে থানা পুলিশ জানায়, শুক্রবার গভীররাতে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট হতে ছোট বড় ৩৬টি লাগেজ থেকে ভারতীয় শাড়ি, কসমেটিকস, থ্রি পিস, ওয়ান পিস, এমিটিশনের গয়না, মোবাইল, ওষুধ, বিস্কুট ও চকলেট উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, তারা এসব মালামাল সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে চোরাইভাবে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসছিল। এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। ফরিদপুরে ষাঁড়ের দাম হাঁকা হচ্ছে সাড়ে ৬ লাখ টাকা নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৩ আগস্ট ॥ ফরিদপুর শহরতলীর ভাজনডাঙ্গা গ্রামের নান্নু শেখের ছোট খামারে বেড়ে ওঠা ফ্রিজিয়ান জাতের বিশালাকৃতির ষাঁড়। কোরবানির ঈদকে সামনে রেখে পরম আদর-যতেœ বেড়ে উঠেছে ষাঁড়টি। খামারের মালিক নান্নু শেখ জানান, পরম মমতায় সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য ও নিয়মিত পরিচর্যায় ধীরে ধীরে এমন বিশাল হয়ে উঠেছে ষাঁড়টি। প্রতিদিন তিনি ষাঁড়টিকে ২ কেজি কাঁচা ঘাস, ধানের কুড়া, ভূষি ও খড় খেতে দেন। ষাঁড়টি দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে ভিড় জমাচ্ছে। আসছেন ক্রেতারাও, দাম হাঁকা হয়েছে সাড়ে ৬ লাখ টাকা।
×