ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নৌপথে নিরাপত্তায় যাত্রী কল্যাণ সমিতির ২০ দফা প্রস্তাব

প্রকাশিত: ১২:০৭, ৪ আগস্ট ২০১৯

নৌপথে নিরাপত্তায় যাত্রী কল্যাণ সমিতির ২০ দফা প্রস্তাব

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঈদ-উল-আজহায় নৌপথে যাতায়াতকারী যাত্রীসাধারণের নিরাপদ ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে ওভারলোড কঠোরভাবে নিয়ন্ত্রণ, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ করা, লঞ্চ ও খেয়াঘাটে ইজারাদারের দৌরাত্ম্য বন্ধ করাসহ ২০ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, অতিরিক্ত যাত্রী বহনের পাশাপাশি সরকার নির্ধারিত ভাড়া আদায়ের নামে প্রতি বছর ঈদে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের শিকার হচ্ছে নৌপথের যাত্রীরা। কেবিনের টিকেট কালোবাজারিদের হাতে তুলে দিয়ে কয়েকগুণ বাড়তি দামে বিক্রির খবর ইতোমধ্যে গণমাধ্যমে আসতে শুরু করেছে। এহেন অসাধু তৎপরতা জরুরী ভিত্তিতে বন্ধের দাবি জানান তিনি। শনিবার যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ ভরা বর্ষা মৌসুমের এই সময়ে কঠোর নিয়ন্ত্রণের মধ্যে নৌপথে ঈদযাত্রা নিশ্চিত করা না গেলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। সংগঠনের পক্ষ থেকে ঝুঁকি মোকাবেলা করে নিরাপদ ও নির্বিঘ্ন নৌপথে ঈদযাত্রা নিশ্চিত করতে ২০ দফা প্রস্তাব তুলে ধরা হয়। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে, যাত্রীবাহী সকল প্রকার নৌযানে ওভারলোড বা অতিরিক্ত যাত্রীবহন কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়াও সকল নৌবন্দর, লঞ্চঘাট, খেয়াঘাটে ঘাটভাড়ার নামে ইজারাদারের দৌরাত্ম্য, অতিরিক্ত টোল আদায় বন্ধ করা, সকল নৌবন্দর ও লঞ্চঘাটে অজ্ঞানপার্টি, মলমপার্টি, প্রতারকচক্র, কুলিদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে।
×