ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হজ ফ্লাইট শেষ হচ্ছে কাল

প্রকাশিত: ১১:১৩, ৪ আগস্ট ২০১৯

হজ ফ্লাইট শেষ হচ্ছে কাল

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল সোমবার শেষ হচ্ছে হজ ফ্লাইট। এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছেন ১ লাখ ১৬ হাজার হজপ্রত্যাশী । আজ রবিবার এবং আগামীকাল সোমবার বাকি ১০ হাজার ৯২১ জন ঢাকা থেকে রওনা হবেন। চলতি বছর সরকারী-বেসরকারী ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ ২৬ হাজার ৯২৩ জন। এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। এবার কোন হজ ফ্লাইট বাতিল না হওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্দিষ্ট শ্লটে নিরবচ্ছিন্ন হজ ফ্লাইট পরিচালনা করা সম্ভব হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ আব্দুল্লাহ জানিয়েছেন, যারা হজে গিয়েছেন তারা সঠিকভাবে হজ করে দেশে ফিরে আসা পর্যন্ত এ নিয়ে আমরা তৎপর আছি। শেষ ফ্লাইটে যখন সবাই ফিরে আসবেন তখনই কেবল বলা যাবে এবারের হজ শতভাগ সফল হয়েছে। তবে এবার কোন কারও খেয়ালখুশি মতো ফ্লাইট বাতিল ও চালু করার ঘটনা ঘটেনি। এটা অবশ্যই একটা ইতিবাচক দিক। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি আরবের সাউদিয়া এয়ারলাইন্স চলতি বছর কোন ধরনের ঝামেলা ছাড়াই প্রতিদিন হাজার হাজার বাংলাদেশী হজযাত্রী পরিবহন করছে। গত ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়। শনিবার পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭০টি এবং সাউদিয়া এয়ারলাইন্সের ১৬০টিসহ ৩৩১টি ফ্লাইটে মোট এক লাখ ১৬ হাজার ৯০৭ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। গত ৩০ দিনে বিপুল সংখ্যক হজযাত্রী পরিবহন করা হলেও ফ্লাইটের সিডিউল বিপর্যয় কিংবা সেবার মান নিয়ে হজযাত্রীদের কাছ থেকে বড় ধরনের কোন অভিযোগ পাওয়া যায়নি। অথচ অন্যান্য বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের টিকেট কেনাবেচা নিয়ে নয়ছয় হতো। বিভিন্ন এজেন্সি হজযাত্রীর টিকেটের টাকা সম্পূর্ণ পরিশোধ না করে টিকেট বুকিং দিয়ে রাখত। কিন্তু এ বছর প্রত্যেক হজযাত্রীর বিমানের টিকেটের টাকা সম্পূর্ণ পরিশোধের পাশাপাশি হজযাত্রী কোনদিন সৌদি আরব যাবেন তা আগে থেকে অবহিত করতে হচ্ছে। এ কারণে হজফ্লাইটে এবার বড় ধরনের কোন সিডিউল বিপর্যয় ঘটেনি। ফ্লাইট বিপর্যয় ছিল প্রতিবছরের নিয়মিত ঘটনা। এদিকে মক্কা থেকে সংবাদদাতা জানান, হজ পালনে বর্তমানে মক্কায় অবস্থানরত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম শনিবার সৌদি আরবের হজ ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি এবারের সার্বিক হজ ব্যবস্থাপনার কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন। আজ রববার হজে যাবেন বেসামরিক বিমানচলাচল প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলীসহ আরও কজন ভিআইপি। জানা গেছে, এবার মক্কা মদীনায় পৌঁছা হজযাত্রীদের মধ্যে ২৯ জন ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ২৬ জন পুরুষ ও ৩ জন নারী। এদের মধ্যে ২৪ জন মক্কায়, ৪ জন মদিনায় ও ১ জন জেদ্দায় মারা গেছেন। মক্কা ও মদিনার বিভিন্ন স্থানে তাদের দাফন হয়েছে। তারা আর কেউ স্বজনদের কাছে নিজ জন্মভূমিতে ফিরে আসবেন না। হজ করার আগেই তারা পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। হজযাত্রীদের মধ্যে কারও অস্বাভাবিক মৃত্যু হয়নি। বার্ধক্যজনিত বিভিন্ন রোগব্যাধির কারণেই তারা মারা গেছেন। অধিকাংশেরই বয়স ৬০ বছরের বেশি। এখন পর্যন্ত যারা ইন্তেকাল করেছেন তারা হলেন- রাজধানীর পল্লবীর সেলিম (৫৬), বগুড়ার সোনাতলার সালজার রহমান (৬১), কুমিল্লা মুরাদনগরের আবুল হাশেম (৬১), বগুড়া আদমদীঘির এম এস এম আফজাল হোসেন (৬৫), রাজধানী ঢাকার মোহাম্মদপুরের তাহমিনা নাসরিন (৪৮), কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মোহাম্মদ মহরম আলী (৬৪), ঢাকা দোহারের আব্দুস সালাম (৫৩), চট্টগ্রামের পটিয়ার মাহমুদুল হক (৬৭), রাজশাহী গোদাগাড়ির কুলসুম বেগম (৬৯), শরীয়তপুর জাজিরার আব্দুল মান্নান (৭১), কক্সবাজার সদরের শফিউজ্জামান (৬০), কক্সবাজার চকরিয়ার আবু তালেব (৮২), বরিশাল মুলাদীর মোঃ আব্দুল খালেক (৬৪), নাটোর লালপুরের জাহাঙ্গীর হোসাইন (৬৯), কুমিল্লার মনোহরগঞ্জের ফয়জুল্লাহ (৬৫), টাঙ্গাইল মির্জাপুরের এম এম লুৎফর রহমান (৬৪), সাতক্ষীরা কলারোয়ার মোহাম্মদ ইদ্রিস আলী (৬২), ময়মনসিংহ ফুলপুরের গোলাম মোস্তফা তালুকদার (৬২), বাগেরহাটের কচুয়ার আব্দুল মালেক শেখ (৭৪), কুড়িগ্রামের রাজারহাটের মোঃ আব্দুল জলিল (৭৪), সাতক্ষীরা তালার আনোয়ারা বেগম (৬৯), মাদারীপুর কালকিনির আব্দুল জলিল মিয়া (৭৫), ফেনী সদরের মোহাম্মদ শাহজাহান (৬১), কুমিল্লা বড়ুয়ার আব্দুল বারেক (৬১), গাজীপুর সদরের মোঃ আবুল হোসাইন (৬৫), নরসিংদী সদরের মোহাম্মদ আলী (৬১), সিরাজগঞ্জের কামার পাড়ার মোহাম্মদ দেলোয়ার হোসেন (৭০), নওগাঁর পত্নীতলার মোঃ আফসার আলী (৮৯) এবং বরিশালের উজিরপুরের মজিবুর রহমান খান (৬৩)। এদিকে এবারও দালাল প্রতারকদের কারণে শেষ মুুহূর্তে কয়েকজন হজে যেতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এদের রিপ্লেসমেন্ট কোটায় হজে পাঠানোর কথা বলে টাকা পয়সা নেয়া হয়।
×