ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হতাহতদের স্বজনরা সৌদি ব্যয়ে হজ করতে গেলেন

প্রকাশিত: ১১:০৬, ৪ আগস্ট ২০১৯

হতাহতদের স্বজনরা সৌদি ব্যয়ে হজ করতে গেলেন

জনকণ্ঠ ডেস্ক ॥ সৌদি আরবে পৌঁছেছেন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে হতাহতদের কিছু স্বজন। এবারের হজ মৌসুমে ক্রাইস্টচার্চ ট্র্যাজেডির হতাহতদের ২০০ আত্মীয়কে হজ করাচ্ছে সৌদি আরব। তাদের হজে যাওয়া-আসা ও থাকাকালীন যাবতীয় আর্থিক খরচ বহন করছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। খবর সৌদি প্রেস এজেন্সির। শুক্রবার তাদের প্রথম বহর জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছায়। জেদ্দায় পৌঁছার পর তাদের উষ্ণ অভ্যর্থনা জানান, সৌদি আরবের হজ ব্যবস্থাপনা বিভাগের উচ্চ স্থানীয় কর্মকর্তারা। সৌদি আরবের দাওয়াহ, নির্দেশনা ও ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ড. শাইখ আবদুল লতিফ আল-শেইখ বলেন, বাদশাহ সালমান হারামাইন শরিফাইনের অতিথিদের দিকনির্দেশনা, তত্ত্বাবধান ও সার্বিক খোঁজখবর রাখছেন। সন্ত্রাসবাদ ও অপরাধীদের মোকাবেলার জন্য আমরা এসব ভাই-বোনদের আমন্ত্রণ জানিয়েছি। মূলত তাদের মনোকষ্ট দূর করতে এবং সন্ত্রাসের বিরুদ্ধে সৌদি আরবের সংগ্রাম অব্যাহত রাখার অংশ হিসেবে সরকার এই উদ্যোগ নিয়েছে। এর আগে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাদের আমন্ত্রণ জানানো হয়।
×