ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সোহরাওয়ার্দী মেডিক্যাল থেকে ভুয়া ছাত্রী আটক

প্রকাশিত: ১১:০২, ৪ আগস্ট ২০১৯

সোহরাওয়ার্দী মেডিক্যাল থেকে ভুয়া ছাত্রী আটক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে সোহানা জান্নাত শাম্মী (২০) নামে এক ভুয়া ছাত্রীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুর রাজ্জাক রাজু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত শাম্মী পুলিশকে জানায়, রাজুই ভুয়া পরিচয়পত্র তৈরি করে তাকে সোহরাওয়ার্দী মেডিক্যালে থাকার ব্যবস্থা করে দেন। এক সপ্তাহ ধরে তিনি ওই মেডিক্যাল কলেজের কমনরুমে অবস্থান করছিলেন। শাম্মী ২০১৭ সালে দিনাজপুরের হাজী দানেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও তার ইচ্ছা ছিল মেডিক্যাল কলেজে পড়ার। তিনি জানান, রাজু নামের ওই ব্যক্তির সঙ্গে পরিচয় হলে তিনি তাকে প্রথমে শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজে ভর্তির আশ্বাস দেন। সেখান থেকে সোহরাওয়ার্দী মেডিক্যালে মাইগ্রেশন করে আনার প্রতিশ্রুতি দেন। শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, মেডিক্যাল কলেজে ভর্তি করিয়ে দেয়ার মিথ্যা আশ্বাস দিয়ে রাজু শাম্মীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। রাজুর আশ্বাস পেয়ে শাম্মী কিছুদিন আগে ঢাকায় এসে এক মহিলা হোস্টেলে ওঠেন। এক সপ্তাহ আগে সে শাম্মীকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের কমনরুমে থাকার ব্যবস্থা করে দেয়। সেইসঙ্গে ভুয়া পরিচয়পত্র তৈরি করে দেয়। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে শাম্মীকে নিয়ে অন্য শিক্ষার্থীদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে প্রথমে শাম্মীকে আটক করে। তার দেয়া তথ্যে শুক্রবার রাতে রাজুকে পান্থপথ এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
×