ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু সচেতনতা

প্রকাশিত: ১১:০১, ৪ আগস্ট ২০১৯

ডেঙ্গু সচেতনতা

স্টাফ রিপোর্টার ॥ মশা থেকে বাঁচতে এখন সবাই ছুটছেন দোকানে। কেউ কয়েল কিনছেন তো কেউ ধোয়াহীন ইলেক্ট্রিক কয়েল। অনেকেই নানা ব্র্যান্ডের মশা মারার স্প্রে কিনছেন। এতো গেল নিজের ঘরের সুরক্ষার ব্যবস্থা। কিন্তু রাস্তা আর কর্মস্থলের সুরক্ষার জন্য কি করা হয়েছে ভেবেছেন একবার। মশা যে শুধু আপনাকে ঘরেই কামড়াবে অন্য সব জায়গায় ছাড় দেবে বিষয়টি তো আদৌও এমন নয়। আপনাকে যেমন ঘরে সচেতন হতে হবে একইভাবে বাইরেও সচেতন থাকতে হবে। বিশেষজ্ঞরা বলছেন ঘর থেকে বের হওয়ার সময় ফুলহাতা শার্ট পরুন, মোজা পরে পায়ে জুতা পরুন। ভ্যাপসা গরমে খানিকটা অস্বস্তি লাগতেই পারে। তবে এডিস কামড়ে দিলেই জ¦র আসতে পারে কোন কোন ক্ষেত্রে পরিণতি ভয়ঙ্কর হতে পারে। নিশ্চয়ই সেই পরিস্থিতির চেয়ে এই অস্বস্তি আপনার কাছে খুব বেশি কিছু নয়। শিশুদেরও হাফ প্যান্টের বদলে ফুল প্যান্ট বা পাজামা পরিয়ে দিন। বাচ্চার স্কুলে মশা আছে কি না একটু খবর নিন। প্রয়োজনে স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যদের বলুন সচেতন করে তুলুন। লেখাপড়ার চেয়ে আপনার শিশুর সুস্থতাকে বেশি গুরুত্ব দিন। আপনি নিজে অথবা পরিবারের অন্যরা বাইরে গেলে মশা নিরোধক ক্রিম বা স্প্রে ব্যবহার করতে পারেন। যে কোন সুপারশপ বা ফার্মেসিতে এ ধরনের ওষুধ পেতে পারেন। তা শরীরের জন্য ক্ষতিকর নয়। তবে এসব ওষুধ না পেলে আপনি নারকেল তেলও ব্যবহার করতে পারেন। শরীরের অনাবৃত অংশে ভাল করে নারকেল তেল মেখে নিন। সম্ভব হলে সমপরিমাণ ভাগ করে নারকেল এবং নিমের তেল একই সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। যা আরও বেশি কার্যকর। এতে ত্বকের এলার্জি জাতীয় সমস্যাও দূর হবে। জ্বর আসলে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। আতঙ্কিত হবেন না। সঠিক চিকিৎসায় ডেঙ্গু নির্মূল হয়। সরকারী হাসপাতালগুলোতে বিনামূল্যে ডেঙ্গুর চিকিৎসা দেয়া হচ্ছে। নিকটস্থ সরকারী হাসপাতালগুলোতে যোগাযোগ করতে পারেন। নিশ্চয়ই ডেঙ্গু হলেও মুখে হাসি নিয়ে আপনি সুস্থ শরীরে বাড়ি ফিরে আসবেন।
×