ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ১১:০০, ৪ আগস্ট ২০১৯

ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ মহামারী পর্যায়ে নয়, দেশের ডেঙ্গু পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর কয়েকটি সরকারী হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি দেখতে গিয়ে তিনি বলেন, সরকার ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছে। ডেঙ্গু পরীক্ষার কিটস, রোগীর চিকিৎসার স্যালাইন এবং তা আমদানিরও ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেঙ্গু মোকাবেলার সার্বিক বিষয়টি নজরদারিতে রেখেছেন। ডেঙ্গু রোগীদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বার্ন এ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটসহ আরও কয়েকটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টায়, কেবিন ব্লকের ডেঙ্গু চিকিৎসাসেবা সেলের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তিনি অত্র বিশ্ববিদ্যালয়ের ডেঙ্গু সেলে ভর্তি বিভিন্ন রোগীর সঙ্গে কথা বলেন ও তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন এবং ডেঙ্গু রোগীদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেয়া চিকিৎসাসেবার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব (স্বাস্থ্য সেবা বিভাগ) মোঃ আসাদুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মুহাম্মদ রফিকুল আলম, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডাঃ সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক হাসপাতাল ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ এ কে মাহাবুবুল হক, এ্যানেসথেশিয়া, এনালজেশিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ কে এম আখতারুজ্জামান, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ প্রমুখ। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গু মোকাবেলায় সমন্বিত কার্যক্রম চলছে। চিকিৎসক, নার্সরা কাজ করে যাচ্ছেন। ডেঙ্গু মোকাবেলায় মশা নিধনে দুই সিটি কর্পোরেশনও জোরালোভাবে কাজ করে যাচ্ছে। ডেঙ্গু মোকাবেলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেঙ্গু পরিস্থিতি দেখার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মহামারী পর্যায়ে যায়নি, নিয়ন্ত্রণে রয়েছে। বিভিন্ন জেলায় ১২ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠানো হয়েছে। তারা জেলা পর্যায়ের চিকিৎসকদের এ বিষয়ে প্রশিক্ষণ দেবেন। বিদেশের তুলনায় ডেঙ্গুতে বাংলাদেশে মৃত্যুর হার খুবই কম। আতঙ্কিত হওয়ার কিছু নেই। জাহিদ মালেক আরও বলেন, হাজার হাজার রোগী হাসপাতালে আসছেন। তারা পরীক্ষা করানোর জন্য চিকিৎসকদের চাপ দিচ্ছেন; যাদের অধিকাংশের পরীক্ষা না করালেও চলে। পরীক্ষা যাদের করা হচ্ছে, তাদের শতকরা ৫-১০ শতাংশ ডেঙ্গু শনাক্ত হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক জেনারেল মোঃ মাহবুবুর রহমান জানান, সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু শনাক্তকরণের কিট সহজলভ্য এবং সরবরাহ নিশ্চিত করার জন্য ওষুধ প্রশাসন অধিদফতর যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠান কর্তৃক ভারত হতে আমদানিকৃত ডেঙ্গু শনাক্তকরণের কিট শনিবার ৫০ হাজার পিস, রাত আটটায় ৩০ হাজার পিস এবং দক্ষিণ কোরিয়া হতে রাতে ১ লাখ পিস বাংলাদেশে পৌঁছার কথা। প্রতিদিন বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠান কর্তৃক আমদানিকৃত ২ লাখ পিস ডেঙ্গু শনাক্তকরণের কিট দেশে পৌঁছবে বলে আশা করা যাচ্ছে। দেশের মেডিক্যাল ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠান ওএমসি হেলথ কেয়ার (প্রাঃ) লিঃ কর্তৃক আগামী ৬ আগস্ট থেকে প্রতিদিন ৩৫ হাজার পিস ডেঙ্গু শনাক্তকরণের কিট উৎপাদন করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারা ২০ লাখ পিস ডেঙ্গু শনাক্তকরণের কিট উৎপাদন করবে। ডেঙ্গু শনাক্তকরণের কিটের সহজলভ্যতা নিশ্চিত করার জন্য ওষুধ প্রশাসন অধিদফতর সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। সার্বক্ষণিক হটলাইনের মাধ্যমে মিডিয়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে তথ্য সরবরাহের জন্য ওষুধ প্রশাসন অধিদফতরের একজন কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছে। হটলাইন নম্বর : ০১৭০৮৫০৬০৪৭।
×