ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৯:২২, ৪ আগস্ট ২০১৯

টুকরো খবর

তিন ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুট নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৩ আগস্ট ॥ হাওড় অধ্যুষিত ইটনায় নৌ ডাকাতির সময় তিন ব্যবসায়ীকে কুপিয়ে দুই লক্ষাধিক টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার ইসলামপুর গ্রামের কাছে জিরাকোনা হাওড়ে এ ঘটনাটি ঘটে। আহত তিনজন হলো-ইটনার এলংজুরি ইসলামপুর গ্রামের গাজী মিয়ার ছেলে জসিম উদ্দিন (৪৫), শাহাবুদ্দিনের ছেলে সজল (২০) ও শুকুর মামুদের ছেলে রফিক (৩৫)। তাদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও সংশ্লিষ্টরা জানায়, শুক্রবার ওই তিন ব্যবসায়ী ধান বিক্রি করে সন্ধ্যার পর চামটাঘাট থেকে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে এলংজুরি বাজারে যাত্রাবিরতির পর আবারো নৌকাযোগে বাড়ির কাছাকাছি জিরাকোণা নামক স্থানে গেলে নৌ-ডাকাতরা হানা দেয়। ৭-৮ জনের ডাকাতদল প্রথমেই তাদের কোপাতে থাকে। পরে তাদের কাছে থাকা নগদ দুই লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে ওই রাতেই আহতদের উদ্ধার করে ইটনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কিশোরগঞ্জে রেফার্ড করেন। পরে পুলিশের সহায়তায় তারা কিশোরগঞ্জে আসেন। ডাল ভেঙ্গে শিক্ষক নিহত নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ৩ আগস্ট ॥ গাছের ডাল ভেঙ্গে পড়ে পটিয়ায় রেজাউল করিম (৪০) নামের এক স্কুল শিক্ষক প্রাণ হারিয়েছেন। তিনি উপজেলার ধাউরডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা বিভাগের সিনিয়র শিক্ষক। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের মরা খাল এলাকার নিজ গ্রামের বাড়ির একটি গাছের ডাল কাটার সময় ভেঙ্গে পড়ে নিহত হন। তিনি উত্তর হাইদগাঁও গ্রামের মরা খাল এলাকার বক্স আলী ডাক্তার বাড়ির দেলোয়ার হোসেনের পুত্র। জানা গেছে, উপজেলার ছনহরা ইউনিয়নের ধাউরডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা বিভাগের শিক্ষক রেজাউল করিম শনিবার নিজ গ্রামের বাড়ির একটি গাছের ডাল কাটতে ওঠেন। দুপুর ১টার দিকে ডাল কাটার এক পর্যায়ে গাছ থেকে নিচে পড়ে গুরুতর জখম হয়। এ সময় এলাকার লোকজন তাকে পটিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই শিক্ষকের স্ত্রী ও ২ কন্যা সন্তান রয়েছে। শেরপুরে হাজতির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৩ আগস্ট ॥ জেলা কারাগারে হোসেন আলী (৩৫) নামে এক হাজতি যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। সে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের সোনারপাড়া গ্রামের শমসের আলীর ছেলে। শনিবার দুপুরে হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হোসেন আলীর লাশ হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। অন্যদিকে মাদকের লঘু অপরাধের এক মামলায় দীর্ঘ দেড় মাস যাবত হাজতবাসে থাকার পরও ট্রাইব্যুনাল গঠন না হওয়ার অজুহাতে তার পক্ষে জামিনের আবেদন গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তুলেছেন হোসেন আলীর আইনজীবী আলমগীর কিবরিয়া কামরুল। জেলা কারাগারের জেলার মোঃ ইসমাইল হোসেন হাজতি মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, নিহত হোসেন আলী মাদকের একটি মাদক মামলায় গত ১৫ জুন থেকে কারাগারে ছিলেন। শুক্রবার রাত ৮টার দিকে রক্তবমি শুরু হলে দ্রুত তাকে জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু ঘটে। জেলা সদর হাসপাতালের আরএমও ডাঃ খাইরুল কবীর সুমন বলেন, হাসপাতালের রেকর্ড অনুযায়ী রাত সোয়া ৯টার দিকে জেলা কারাগারের হাজতি আসামি হোসেন আলীকে রক্তবমির কারণে হাসপাতালে আনা হয়। রাত সাড়ে ৯টার দিকে ভর্তির জন্য ওয়ার্ডে নেয়ার সময়ই তিনি মারা যান। পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩ আগস্ট ॥ সদর উপজেলা পরিষদ পুকুরে শনিবার দুপুরে সাঁতার কাটতে নেমে সাজ্জাদ হোসেন শুভ (১২) নামে ৭ম শ্রেণীর ছাত্র মারা গেছে। সে শহরের নিশ্চিন্তপুর মহল্লার বাসিন্দা দুলালের ছেলে এবং নিশ্চিন্তপুর আইডিয়াল স্কুলের ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সাজ্জাদ ও তার কয়েক বন্ধু মিলে ওই পুকুরে সাঁতার কাটতে নেমে তলিয়ে যায়। স্থানীয় লোকজন ঘণ্টাব্যাপী খোঁজাখুঁজির পর পানির তলদেশ থেকে তাকে উদ্ধার করে। ৪ মাদক বিক্রেতা আটক স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ র‌্যাব সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল, ইয়াবা ও নেশাজাতীয় ইনজেকশন উদ্ধারের পাশাপাশি স্বামী-স্ত্রীসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করেছে। আটককৃতরা হলো- কুষ্টিয়া জেলার সদর উপজেলার কোর্টপাড়ার সেলিম বাশারের ছেলে আসাদুজ্জামান, তার স্ত্রী মোস্তারা খাতুন, দিনাজপুরের সদর উপজেলার ঘুঘুডাঙ্গা কবিরাজপাড়ার হামিদুর রহমানের ছেলে হাসিমুল ইসলাম ও একই এলাকার ফাতাউর রহমানের স্ত্রী মোছাঃ কাছমি আরা। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল শনিবার সকালে দিনাজপুর জেলার পার্বতীপুর রেলওয়ে থানাধীন ফুলবাড়ী রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। ফের জঙ্গী আটক স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সক্রিয় সদস্য শাকিল হোসেন সাগরকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। শাকিল হোসেন সাগর মনিরামপুর উপজেলার আমিনপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার গভীর রাতে মনিরামপুর উপজেলার আমিনপুর সরদার পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাকিল হোসেন সাগরকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উগ্রবাদী লিফলেট ও মোবাইল ফোন জব্দ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘আনসার আল ইসলাম’ সক্রিয় সদস্য।
×