ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিন যুবক ও নবজাতকের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৯:২০, ৪ আগস্ট ২০১৯

তিন যুবক ও নবজাতকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর কাশিপুরের শহীদ আবদুর রব সেরনিয়াবাত ট্রাক টার্মিনাল এলাকা থেকে উজ্জল (৩০) নামের এক যুবকের বালুচাপা দেয়া গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার রাতে এয়ারপোর্ট থানার মামলা দায়ের করা হয়েছে। উজ্জলের ভাই বাবুল হোসেন জানান, (উজ্জল) পেশায় ট্রাকচালক। গত ১ আগস্ট রাত নয়টা থেকে তার ভাই নিখোঁজ ছিল। এয়ারপোর্ট থানার ওসি মাহাবুব আলম জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গড়িয়ারপাড় এলাকার মৃত মোস্তফা কামালের পুত্র উজ্জল হোসেনের লাশ বালুচাপা দেয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় কাটা দাগ রয়েছে। নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, বন্দর উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩২) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার কলাগাছিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বন্দর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ব্রহ্মপুত্র নদে একটি লাশ ভাসছে দেখে স্থানীয় জনতা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নওগাঁ নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, নওগাঁর মান্দায় পাটক্ষেত থেকে রুবেল হোসেন (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের কালীগ্রাম-দোডাঙ্গি রাস্তার চৌরাস্তার মোড়ের অদূরে একটি পাটক্ষেতের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রুবেল উপজেলার একই ইউনিয়নের রামনগর গ্রামের আবদুর রহিমের ছেলে। তিনি পেশায় ট্রাকচালকের সহযোগী ছিলেন। নিহতের বাবা আবদুর রহিম জানান, বুধবার রাতে ঢাকা যাওয়ার কথা বলে রুবেল বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর মোবাইল ফোনে কয়েকবার তার সঙ্গে কথা হয়েছে। শুক্রবার রাতে মান্দায় পৌঁছার পর শেষবারের মতো রুবেলের সঙ্গে আমার কথা হয়েছে। কিন্তু রাতে সে আর বাড়ি ফিরে আসেনি। শনিবার দুপুর ১২টার দিকে তার মৃত্যুর বিষয়ে জানতে পারি। সাভার সংবাদদাতা সাভার থেকে জানান, বলিয়ারপুর এলাকায় দুই দিনের নবজাতকের মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। শনিবার দুপুরে বলিয়ারপুরে রিকু ফিলিং স্টেশনের পেছন থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
×