ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রক্ষক যখন ভক্ষক! বাউফলে ত্রাণের টিন দিয়ে অফিস নির্মা

প্রকাশিত: ০৯:২০, ৪ আগস্ট ২০১৯

রক্ষক যখন ভক্ষক! বাউফলে ত্রাণের টিন দিয়ে অফিস নির্মা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩ আগস্ট ॥ সরকারী ত্রাণের টিন দিয়ে অফিস কক্ষ বানিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)। দুস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ত্রাণের টিন দিয়ে অফিস নির্মাণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। শনিবার সরেজমিনে দেখা গেছে, বাউফল উপজেলা পরিষদের অভ্যন্তরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মাত্র ১০ফুট দূরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে ছাদের ওপর ত্রাণের টিন দিয়ে একটি অফিস কক্ষ তৈরি করা হয়েছে। ওই ঘরের একাধিক টিনের গায়ে লেখা রয়েছে-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর, বিক্রির জন্য নহে। অবশ্য বেশ কিছু টিন থেকে মুছে ফেলা হয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সবুজ রঙের ওই সিল। জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর কর্তৃক সরকারী সকল ত্রাণসামগ্রী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে সরবরাহ করা হয়। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বিষয়টি তদারকি করেন। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস বলেন, এগুলো ত্রাণের টিন নয়, আমাদের কার্যালয় ভেঙ্গে যাওয়ার পর অস্থায়ীভাবে বাইরে থেকে টিন কিনে অফিস বানানো হয়েছিল। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে বলেন, প্রকল্প বাস্তবায়ন অফিসের ছাদ ধসে পড়ার পর টিন দিয়ে একটি অস্থায়ী কার্যালয় বানানো হয়েছিল।
×