ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনা তিলোত্তমা নগরী করতে কাজ চলছে

প্রকাশিত: ০৯:১৯, ৪ আগস্ট ২০১৯

খুলনা তিলোত্তমা নগরী করতে কাজ চলছে

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার উন্নয়ন বিষয়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সঙ্গে জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে সার্কিট হাউস সম্মেলনকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। সভায় জেলা প্রশাসক বলেন, এ অঞ্চলের উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিক। আমরা খুলনাকে একটি তিলোত্তমা নগরীতে পরিণত করতে দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগুচ্ছি। তিনি বলেন, মানসম্মতভাবে চিংড়ি মাছ উৎপাদন করতে হবে। পুশ থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, খুলনার তেরখাদা এবং বটিয়াঘাটা উপজেলাতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। খুলনার একটি আইসিটি পার্ক এবং খালিশপুরে আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে। প্রায় ৭৮ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল ইকো পার্ক নির্মাণ চলমান রয়েছে। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ্জামানের পরিচালনায় সভায় বক্তৃতা করেন সমন্বয় কমিটির সভাপতি মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইউসুপ আলী, এ্যাডভোকেট এনায়েত আলী প্রমুখ।
×