ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মেহেদির রং না মুছতেই লাশ হলো ইতি ॥ স্বামী আটক

প্রকাশিত: ০৯:১৯, ৪ আগস্ট ২০১৯

মেহেদির রং না মুছতেই লাশ হলো ইতি ॥ স্বামী আটক

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে বিয়ের মেহেদির রং না মুছতেই নববধূ ইতি আক্তারের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়াহাটা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে নববধূর স্বামী মাছুম রাঢ়িকে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ১৫ দিন আগে ওই গ্রামের সাধু খানের মেয়ে ইতি আক্তার (১৮) সিরাজদিখান উপজেলায় ইছাপুরা এলাকার আজাহার রাঢ়ির ছেলে মাছুম রাঢ়িকে (৩০) পালিয়ে বিয়ে করে। কয়েকদিন আগে ইতি আক্তার তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসে। বেলা ১১টার দিকে ইতির স্বামী মাছুম জানায়, ইতি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ইতির পরিবারের অভিযোগ- মাছুমের সঙ্গে প্রেমের সম্পর্ক করে ইতি পালিয়ে বিয়ে করলেও তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। বিয়ের পর মাছুমের আরও দুই স্ত্রী রয়েছে এমন খবরে ইতি প্রতিবাদী হয়ে ওঠে। বিয়ের বিষয়ে প্রতিবাদ করায় মাছুম তাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে। সোনারগাঁয়ে শিপইয়ার্ডে বার্জ বিস্ফোরণ ॥ নিহত ১ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ের মেঘনা শিল্পাঞ্চল এলাকায় একটি শিপইয়ার্ডে জাহাজের ট্যাঙ্ক (বার্জ) বিস্ফোরণের ঘটনায় সাব্বির মিয়া (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিন শ্রমিক। তাদের মধ্যে রবিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মেঘনাঘাট এলাকায় আনন্দ গ্রুপের ‘আনন্দ শিপইয়ার্ড এ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড’ নামে শিপইয়ার্ডে ওই ঘটনা ঘটে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত সাব্বির উপজেলার ইসলামপুর গ্রামের শহিদুল্লাহর ছেলে। ঘটনার সময় নিহতের বড় ভাই রবিন আহত হয়। এছাড়া আহত হয়েছেন সোহেল ও নাজির হোসেন। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকায় আনন্দ গ্রুপের ‘আনন্দ শিপইয়ার্ড এ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড’ নামে শিপইয়ার্ডে শনিবার দুপুরে নির্মাণাধীন জাহাজের বার্জ হঠাৎ বিস্ফোরিত হয়ে এক শ্রমিক নিহত ও ২ শ্রমিক আহত হয়েছে।
×