ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মেয়র হজে, কর্মকর্তা কর্মচারী আন্দোলনে ॥ যত্রতত্র ময়লার স্তূপ

প্রকাশিত: ০৯:১৯, ৪ আগস্ট ২০১৯

মেয়র হজে, কর্মকর্তা কর্মচারী আন্দোলনে ॥ যত্রতত্র ময়লার স্তূপ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ মেয়র পবিত্র হজে, কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে। পৌরসভায় চলছে হ-য-ব-র-ল অবস্থা। প্রথম শ্রেণীর পৌরসভার এমন বেহাল অবস্থায় ক্ষুব্ধ পৌরবাসী। ভয়াবহ মাত্রায় সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়লেও পঞ্চগড় পৌর কর্তৃপক্ষ মশক নিধনে এখনও কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। উল্টো গোটা পৌর এলাকায় যত্রতত্র এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে জমে উঠেছে ময়লার স্তূপ। দুর্গন্ধের পাশাপাশি সেখান থেকে ছড়াচ্ছে মশা-মাছি। ডেঙ্গু আতঙ্কে পৌরসভায় বসবাসকারী অনেকেই দিনেরবেলায়ও মশারি টেনে ঘুমাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারীদলসহ সরকারী-বেসরকারী অফিস ও সংস্থার পক্ষ থেকে মশক নিধনে দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চললেও পঞ্চগড় পৌর কর্তৃপক্ষ রয়েছে নিশ্চুপ। রাজস্ব খাত হতে বেতন-ভাতার দাবিতে পৌর কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে থাকায় শহরের ড্রেনেজসহ ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না। বেশ কয়েকদিন ধরে ময়লা -আবর্জনা পরিষ্কার না করায় পৌর এলাকার বিভিন্ন রাস্তাঘাট, হাট-বাজার, পাড়া-মহল্লা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ময়লা-আবর্জনার বড় বড় স্তূপ গড়ে উঠেছে। আন্দোলনে থাকা কর্মকর্তা-কর্মচারীরা ঠিকমত কাজ না করায় শহরের ময়লা-আবর্জনা পরিষ্কার করা যাচ্ছে না মর্মে ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল আলম স্বীকার করে বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার জন্য পৌরসভার পক্ষ থেকে উন্নতমানের ওষুধ আনার অর্ডার দেয়া হয়েছে। ওষুধ এলেই শহরে স্প্রে শুরু করা হবে বলে তার দাবি।
×