ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভোলায় ৭ শিক্ষকের কাছে সর্বহারার নামে চাঁদা দাবি ॥ হত্যার হুমকি

প্রকাশিত: ০৯:১৮, ৪ আগস্ট ২০১৯

ভোলায় ৭ শিক্ষকের কাছে সর্বহারার নামে চাঁদা দাবি ॥ হত্যার হুমকি

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৩ আগস্ট ॥ পূর্ব বাংলা সর্বহারা পার্টির নাম দিয়ে শনিবার মোবাইল ফোনে এক ব্যক্তি ভোলা সরকারী শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষসহ ৭ শিক্ষককের কাছে চাঁদা দাবি করেছে। দাবিকৃত চাঁদা না দিলে পরিবারের সদস্যসহ শিক্ষকদের হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়েছে। এতে করে শিক্ষকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভোলা সরকারী শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির জানান, শনিবার বেলা ১১টার দিকে তাদের কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসলাফিলকে পূর্ববাংলা সর্বহারা পার্টির নেতা মনির নামে এক ব্যক্তি ০১৯৪৭-৯০৮৯৯৮ নাম্বারের মোবাইল দিয়ে ২৫ হাজার টাকা তাদের পার্টির জন্য চাঁদা দাবি করেন। ১০ মিনিটের মধ্যে দাবিকৃত টাকা বিকেলের ০১৯৮৮-১৩৪১০২ নাম্বারে পাঠানোর জন্য হুমকি দেন। তা না হলে তার ও পরিবারের সদস্যদের ক্ষতি করা হবে। এর পর ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক এনায়েত উল্লাহকেও একই নাম্বার থেকে ফোন দিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই টাকা না দিয়ে তার ও পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে হুমকি দেয়। এভাবে ওই কলেজের সহকারী শিক্ষক অধ্যাপক হুমায়ুন কবির, ফরিদুজ্জামান, স্মৃতি রানী সাহা, সালাউদ্দিন আহমেদকে একই নাম্বার থেকে হুমকি দেয়া হয়। এ ঘটনায় শিক্ষকদের মাঝে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিলে শিক্ষকদের পক্ষ থেকে সহকারী অধ্যাপক মোঃ ফরিদুজ্জামান বাদী হয়ে ভোলা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং ১১০ তারিখ ৩.৮.১৯। এ বিষয়ে ভোলা মডেল থানার ওসি ছগির মিঞা জানান, যে ব্যক্তি মোবাইলে হুমকি দিয়ে তাকে আটকের জন্য মোবাইল ট্র্যাকিং করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
×