ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানির দায়ে দণ্ড

প্রকাশিত: ০৯:১৭, ৪ আগস্ট ২০১৯

যৌন হয়রানির দায়ে দণ্ড

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৩ আগস্ট ॥ চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কে চলন্ত একটি বাসে মহিলাকে যৌন হয়রানি করার দায়ে গাড়ির হেলপারকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। শনিবার বেলা সোয়া ৩টার দিকে হেলপারকে গ্রেফতার করার পর ভ্রাম্যমাণ আদালতে নেয়া হলে ম্যাজিস্ট্রেট এক মাসের কারাদ- দেন। হেলপারের নাম মোঃ ইসমাইল (২৮)। সে শ্যামলী পরিবহনের একটি চেয়ারকোচের হেলপার এবং কক্সবাজার জেলার নূরুল বশরের পুত্র। ভদ্র এক মহিলার অভিযোগের প্রেক্ষিতে পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশ চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি গাড়ি পটিয়ার ভেল্লাপাড়া এলাকায় থামিয়ে গাড়ির হেলপার ইসমাইলকে গ্রেফতার করেন। ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৩ আগস্ট ॥ বাগাতিপাড়ায় ভিমরুলের কামড়ে শাফি আহম্মেদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ভোর পাঁচটার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের তালতলায় এ ঘটনা ঘটে। নিহত শাফি আহম্মেদ তালতলার বিলপাড়া গ্রামের চান মিয়ার ছেলে। সে তালতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র। স্থানীয় তালতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলিমা রাণী সূত্রধর জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশের পুকুর ধারে খেলতে গিয়ে শিশু শাফিকে অসংখ্য ভিমরুলে কামড় দেয়। সেসময় শাফি কামড় থেকে বাঁচতে পুকুরে লাফিয়ে পড়ে। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতালে নেয়। সেখান থেকে রাতে শিশুটিকে বাড়ি আনা হলে শনিবার ভোরে তার মৃত্যু হয়।
×